তফসিল ঘোষণা: জুরাছড়িতে আ.লীগের আনন্দ মিশিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে জুরাছড়িতে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রর্বতক চাকমা ও সাধারণ সম্পাদক জ্ঞানেন্দু বিকাশ চাকমার নেতৃত্বে উপজেলা পিবির পিবির হলা থেকে এ আনন্দ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার থানা, যক্ষাবাজার ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের বিশ্রামাগারের সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আনন্দ মিশিলে আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের ছয়শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী কল্পিতা চাকমা, বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমাসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।