রাঙামাটিতে পিটিআই শিক্ষকদের মেডিটেশন কর্মশালা
রাঙামাটিতে সরকারী প্রাথমিক শিক্ষকদের শারীরিক ও মানসিক অবসাদে মেডিটেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার রাঙামাটি প্রাইমারী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। রাঙামাটি পিটিআইয়ের ব্যবস্থাপনায় সরকারী প্রাথমিক শিক্ষকদের শারীরিক ও মানসিক অবসাদে মেডিটেশনের আয়োজন করা হয়। কোয়ান্টাম ফাউন্ডেশন ট্রেনিংয়ে সহায়তা করে।
এতে উপস্থতি ছিলেন, রাঙামাটি পিটিআই সুপারিন্টেন্ডেন্ট শাহীন আক্তার চৌধুরী, সহকারি সুপারিন্টেন্ডেন্ট, মোঃ এমরানুল ইসলাম মানিক, রাঙামাটি কোয়ান্টাম ফাউন্ডেশন দায়িত্বশীল ত্রিশরণ চাকমা, লেখক ও সাংবাদিক ইয়াছিন রানা সোহেল।
প্রশিক্ষণ প্রদান করেন কোয়ান্টাম ফাউন্ডেশনের কেন্দ্রীয় মাস্টার ট্রেনার মো: আবুল ফয়সাল রাজু ও রাঙামাটি কোয়ান্টাম ফাউন্ডেশনের উপদেষ্টা সদস্য প্রফেসর রন জ্যোতি চাকমা।
চারঘন্টা ব্যাপী কর্মশালায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৭৫ জন শিক্ষক শিক্ষিকা অংশগ্রহণ করেন।