রাঙামাটি । রোববার, ১০ ডিসেম্বর ২০২৩ , ২৫ অগ্রাহায়ণ ১৪৩০

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৬:৪৩, ১৮ নভেম্বর ২০২৩

হরতাল-অবরোধে কাপ্তাইয়ে পর্যটন শিল্পে ধস

​​​​​​​শ্রমিকদের বেতন দিতে পারছেনা ব্যবসায়ীরা

হরতাল-অবরোধে কাপ্তাইয়ে পর্যটন শিল্পে ধস
পর্যটক বিহীন কাপ্তাইয়ের প্রশান্তি পার্ক।

বিএনপি-জামাতসহ শরিক দলের ডাকা হরতাল-অবরোধের কারণে কাপ্তাইয়ে পর্যটন শিল্পে ধ্বস নেমেছে। পর্যটক শূন্য হওয়ায় এ পেশায় জড়িত শ্রমিকদের বেতন দিতে পারছেনা পর্যটন কেন্দ্রের মালিকরা। এ অবস্থা বলবৎ থাকলে মালিকদের পর্যটন ব্যবসা গুটিয়ে ফেলতে হবে বলে এই শিল্পের সাথে জড়িতরা জানায়। দীর্ঘ প্রায় এক মাস যাবৎ হরতাল-অবরোধসহ দেশের বিরাজমান পরিস্থিতির ফলে একে একে বন্ধ হতে বসেছে কাপ্তাইয়ের পর্যটন কেন্দ্র ও আবাসিক হোটেল রেস্তোরাঁ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রাকৃতিক সৌন্দর্য্য, পাহাড়, লেক, বিচিত্র পশু পাখি ও সবুজ অরণ্যে ভরপুর কাপ্তাই। ভ্রমণ পিপাসুদের জন্য কাপ্তাইয়ের পর্যটন শিল্পে ব্যবসায়ীরা লাখ লাখ টাকা ব্যয় করে বিভিন্ন ভাবে সাজিয়েছে। সামনে স্কুল, কলেজ শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা শেষ হবে। পরীক্ষা শেষে সকলের মন ফ্রেশ করতে ছুটে আসবে বেড়াতে। কিন্ত সে আসা নিরাশায় পরিণত হয়েছে। গত ২৮ অক্টোবরের পর হতে দেশে বিএনপি-জামাতসহ শরিক দলের হরতাল-অবরোধে ফলে কাপ্তাইয়ে পর্যটক আসা বন্ধ হয়ে গেছে।

শনিবার (১৮ নভেম্বর) বিকেলে কাপ্তাই নিসর্গ ভ্যালী পড হাউজের পরিচালক মোঃ সরোয়ার হোসেন ও মোঃ নাসির উদ্দিন জানান, লাখ লাখ টাকা ব্যয় করে বসে আছি পর্যটক আগমনের অপেক্ষায়। কিন্তু দেশের বিরাজমান পরিস্থিতির কারণে এখন পর্যটক আগমন বন্ধ হয়ে গেছে। ফলে ৩০-৪০ জন স্টাফ আমাদের এই স্পটে। পর্যটক না আসায় এসব স্টাফদের বসিয়ে বসিয়ে বেতন দিতে হচ্ছে। এভাবে বিপুল সংখ্যক এই শিল্পের সাথে জড়িতদের বেতন দেওয়া কোন ভাবেই সম্ভব হচ্ছে না।

আপস্টিম গ্রীণ ভিউ গেস্ট হাউজের ম্যানেজার মোঃ ইসমাল হোসেন জানান, ১ মাস যাবৎ কোন বুকিং নেই।

বন বিভাগ কর্তৃক পরিচালিত প্রাশান্তি পার্ক টিকিট কাউন্টারের ম্যানেজার মোঃ ওসমান গনী বলেন, গত ২৮ অক্টোবরের পর হতে এপর্যন্ত কোন টিকিট বিক্রি হচ্ছে না। পর্যটক শুন্য অলস সময় কাটছে আমাদের। স্থানীয় লোকজন মাঝে মধ্যে আসে ২শ’ থেকে ৩শ’ টাকার টিকিট বিক্রয় হয়। এরকম চলতে থাকলে পর্যটন শিল্পে ব্যাপক ধ্বস নামার আশঙ্কা করছে সরকারি-বেসরকারি পর্যটন মালিকরা।

সম্পর্কিত বিষয়: