রাঙামাটি । শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩ , ২৪ অগ্রাহায়ণ ১৪৩০

রাঙামাটি (লংগদু) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১২:১২, ১৯ নভেম্বর ২০২৩

লংগদুতে বিজিবির অভিযানে নৌকাসহ ১৩২ ঘনফুট অবৈধ কাঠ জব্দ

লংগদুতে বিজিবির অভিযানে নৌকাসহ ১৩২ ঘনফুট অবৈধ কাঠ জব্দ

রাঙামাটির লংগদু উপজেলার রাজনগর ৩৭ বিজিবি জোনের বিশেষ অভিযানে ৩টি দেশী ইঞ্জিন চালিত নৌকাসহ ১৩২ ঘনফুট সেগুন ও গামারী কাঠ জব্দ করা হয়েছে।

গত শনিবার গোপন সংবাদের ভিত্তিতে চরুয়াখালী বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকা চরুয়াখালী নামক স্থানে চোরাকারবারীরা কাঠ পাচারের উদ্দেশ্যে সেগুন ও গামারী কাঠ নৌকায় উঠাচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে রাজনগর জোন কমান্ডার লেঃ কর্নেল শাহ্ মোঃ শাকিল আলম (এসপিপি) ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করার নির্দেশনা প্রদান করেন। এ প্রেক্ষিতে জোনের সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস এর নেতৃত্বে উক্ত স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা কাঠ ও নৌকা রেখে পালিয়ে যায়।

পরিচালিত অভিযানে বিজিবি কর্তৃক উক্ত এলাকা থেকে ৩টি দেশী ইঞ্জিন চালিত নৌকাসহ ৯৯ ঘনফুট সেগুন ও ৩৩ ঘনফুট গামারীসহ সর্বমোট ১৩২ ঘনফুট কাঠ আটক করতে সক্ষম হয়। যার বাজরমূল্য আনুমানিক সাড়ে পাঁচলক্ষ টাকা। আটককৃত কাঠ রাঙ্গীপাড়া ফরেস্ট অফিসে হস্তান্তর ও মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ প্রসংগে রাজনগর জোন কমান্ডার লেঃ কর্নেল শাহ্ মোঃ শাকিল আলম জানান, অবৈধ কাঠসহ যাবতীয় চোরাচালানের বিরুদ্ধে চলমান আভিযান কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে।

সম্পর্কিত বিষয়: