বানবাসী মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে: উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
বানবাসী মানুষেরা যাতে কোনভাবেই সাহস না হারায় সে জন্য আমাদের সকলকে তাদের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
তিনি বলেন, বন্যা দূর্গত মানুষের জন্য বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা আন্তরিকতার কোন ঘাটতি নেই। পার্বত্য চট্টগ্রামের মানুষের আর্থসামাজিক উন্নয়নে ও কাজ করা হবে বলে জানিয়েছেন পার্বত্য উপদেষ্টা।
শনিবার দুপুরে রাঙামাটির বাঘাইছড়ির বন্যা দূর্গতদের মাঝে ত্রাণ সহায়তা তুলে দিতে গিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এ কথা বলেন।
এ সময় রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান, রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, যুগ্ন সচিব কংকন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার বাঘাইছড়ি সার্কেল মোঃ আব্দুল আওয়াল, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাঙামাটি বাঘাইছড়ি উপজেলা এফব্লক, মধ্যমপাড়া এলাকা ও উপজেলার কমপ্লেক্সে পুলিশের পক্ষ প্রায় ২ হাজার পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়।
ত্রাণ সহায়তার মধ্যে ছিল চাল, ডাল, তেল, শুকনো খাবার সহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়।