ফেনী বানভাসি মানুষের পাশে কাপ্তাই নৌ স্কাউটস ও নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ
ফেনী জেলাবাসী বিগত ৫০ বছরেেও এরকম বন্যা দেখেনি, যেদিকে তাকাই সেদিকেই শুধু পানি আর পানি। সব ঘর বাড়িই পানির নিচে। বিদ্যুৎ নেই, মোবাইল নেটওয়ার্ক নেই, নেই কোন খাবার। চরম মানবিক সংকটে পড়েছে সমগ্র ফেনীবাসী।
বাংলাদেশ কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ ও বাংলাদেশ নৌ স্কাউটস অঞ্চলের আঞ্চলিক উপ-কমিশনার এম জাহাঙ্গীর আলম, এলটি গত শনিবার (২৪ আগস্ট) বিকেলে মুঠোফোনে তিনি এমন তথ্য জানায়।
বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ কাপ্তাইয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী ও কাপ্তাই জেলা নৌ স্কাউটসের উদ্যোগে গত বৃহস্পতিবার থেকে শনিবার বিকেল ৪টা পর্যন্ত ফেনী জেলা সদর ও সোনাগাজী উপজেলার বানভাসি প্রায় ৫শ' পরিবারকে শুকনো খাবার দেওয়া হয়। সে সাথে প্রায় ৭০ জন বানভাসিকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নেওয়া তারা। উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ২০ সদস্যদের একটি টিম রাঙামাটি থেকে ২টি স্পীড বোট ভাড়া করে কাপ্তাই থেকে ট্রাকযোগে ফেনী নিয়ে এই কার্যক্রম পরিচালনা করেন।