বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনীর বাঘাইহাট জোন
বাঘাইছড়িতে বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী সহায়তা প্রদান করেছে সেনাবাহিনীর বাঘাইহাট জোন।
মঙ্গলবার (২৭ আগস্ট) বাঘাইহাট জোনের উদ্যোগে (বাঘাইহাট, গঙ্গারাম, মাচালং) কয়েকটি গ্রামে পানিবন্দী হতদরিদ্র দুঃস্থ চার শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন লেঃ কর্ণেল মোঃ খায়রুল আমিন ,পিএসসি, জোন কমান্ডার, বাঘাইহাট জোন, এবং জোন উপ অধিনায়ক মেজর ফয়সাল আমির মোহাম্মদ তারেক, পিএসসি।
জোন কমান্ডার বলেন, দুর্যোগ মোকাবিলায় দুস্থ, গরীব অসহায় ও দিনমজুর মানুষের পাশে থাকতে পেরে বাঘাইহাট জোন গর্বিত। বাংলাদেশ সেনাবাহিনী সব সময় দেশের এবং মানুষের কল্যাণের জন্য কাজ করে থাকে। আমাদের সকলকে মনে রাখতে হবে সবার উপরে দেশ। তাই আমাদের সকলকে দেশের কল্যানের জন্য সকলে একত্রে কাজ করতে হবে। অত্র এলাকার সকলের সুস্থতা ও শান্তিপূর্ণভাবে বসবাসের নিরাপত্তা এবং বিভিন্ন দুর্যোগের সময় দুর্যোগ কবলিত মানুষের পাশে থেকে শান্তি-শৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনীর পাশাপাশি উন্নয়নমূলক অবকাঠামোর লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোনের পক্ষ থেকে ভবিষ্যতে এ ধরণের সহযোগিতামূলক কর্মকান্ড অব্যাহত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।
তিনি আরও বলেন, বর্তমানে আবহাওয়া নিম্ন চাপ হওয়ার ফলে হালকা থেকে ভারি বৃষ্টিপাত হচ্ছে। তাই যারা পাহাড়ের উঁচুতে বসবাস করেন আপনারা সকলে নিরাপদ স্থানে অবস্থান করুন। যাতে পাহাড় ধ্বসে কোনো প্রানহানি না ঘটে বলে সকলকে সতর্ক করেন।