রাঙামাটি । রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ , ২৩ ভাদ্র ১৪৩১

ব্রেকিং

নানিয়ারচরে চেঙ্গী নদীতে ডুবে প্রতিবন্ধী আয়শার মৃত্যুবাঘাইছড়িতে নদীতে গোসল করতে নেমে কিশোরী নিখোঁজরাঙামাটিতে “শহীদি মার্চ” অনুষ্ঠিতহারানো ২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল পুলিশপার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান রিপন চাকমাকাপ্তাই হ্রদে পানি আরও বৃদ্ধি, এবার সাড় ৩ ফুট খোলা হলো জলকপাটের গেইট১২৭ দিন পর কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরুচাহিদা মতো চাদাঁ না দেওয়ায় আঞ্চলিক দলের বাঁধার মুখে কাপ্তাইয়ে জেলেদের মাছ ধরা বন্ধ, সরকার রাজস্ব হারাচ্ছেকাপ্তাই হ্রদে পানি আরও বৃদ্ধি, এবার ২ ফুট খোলা হলো জলকপাটের গেইটনিষেধাজ্ঞা শেষে মধ্যরাতে কাপ্তাই হ্রদে মাছ আহরণে নামছেন জেলেরাকাপ্তাই হ্রদে ডুবে যুবকের মৃত্যু, মরদেহ উদ্ধারকাপ্তাইয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যায় ক্ষতি ৫০ কোটি টাকালংগদুতে পানিতে ডুবে শিশুর মৃত্যুরাঙামাটি পৌর এলাকা ও নানিয়ারচরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, ডুবে আছে সড়ক-ঘরবাড়িরাঙামাটিতে সেনা রিজিয়নের উদ্যোগে বিশেষ মানবিক সহায়তা প্রদানরাঙামাটিতে বৈষম্য ও সন্ত্রাস বিরোধী মহাসমাবেশ ছাত্র পরিষদেরপানির প্রবল চাপ সামলাতে এবার ২ ফুট খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের জলকপাট

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ২০:১২, ২৮ আগস্ট ২০২৪

বেতবুনিয়া ইউপি শ্রমিক লীগের সম্পাদককে পিটিয়ে হত্যার অভিযোগ 

বেতবুনিয়া ইউপি শ্রমিক লীগের সম্পাদককে পিটিয়ে হত্যার অভিযোগ 
নিহত আবদুল মান্নান। ফাইল ছবি

রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান (৩৫) এর লাশ উদ্ধার হয়েছে পাশবর্তী চট্টগ্রামের রাউজান উপজেলা থেকে। তাকে পিটিয়ে হত্যার অভিযোগ স্বজনদের। 

বুধবার (২৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে আব্দুল মান্নানকে রাউজান রাঙামাটি-চট্টগ্রাম সড়কের চৌধুরী মার্কেটের পাশে জঙ্গল থেকে পথচারীরা তার দেহ উদ্ধার করে জে কে মেমোরিয়াল হসপিটালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে তাকে রাউজান উপজেলা হাসপাতালে নেয়া হয় এবং পরবর্তীতে তার লাশ বেতবুনিয়া ডাকবাংলো এলাকায় তার নিজ বাড়িতে নিয়ে আসা হয়।

আব্দুল মান্নান পেশায় একজন বালি ও কংকর ব্যবসায়ী। তিনি কাউখালি উপজেলার বেতবুনিয়া ডাকবাংলো এলাকার কবির মিস্ত্রির ছেলে।

আবদুল মান্নান এর আত্মীয় মো. জিরামন জানান, রাঙ্গুনিয়া থেকে আব্দুল মান্নানকে দুপুর ১টার দিকে ৪-৫জন ধরে নিয়ে এসে জলিল নগর একটি মার্কেটে মারে, পরে তারা মান্নানকে চৌধুরী মার্কেটের পাশে ফেলে চলে গেলে, এলাকার লোকজন দুপুর আড়াইটার দিকে তাকে উদ্ধার করে জে কে মেমোরিয়াল হসপিটালে নিয়ে যায়। সেখানে তাকে মৃত ঘোষণা করলে, মৃত্যু সনদের জন্য রাউজান উপজেলা হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে সাড়ে তিনটার দিকে তার মরদেহ বেতবুনিয়া ডাকবাংলো এলাকায় তার নিজ বাসায় নিয়ে আসা হয় পরিবারের কাছে। তবে তাকে কেন মারা হয়েছে সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

কাউখালি থানার অফিসার ইনচার্জ রাজিব চন্দ্র কর জানান, আব্দুল মান্নান এর লাশ রাউজান থেকে উদ্ধার করা হয়েছে। তাকে বেতবুনিয়ায় নিজ বাড়িতে নিয়ে আসা হয়েছে।  আমরা সেখানে পুলিশ পাঠিয়েছি। লাশের ময়নাতদন্ত করা হবে। তবে মামলা করলে সেটা রাউজান থানায় করতে হবে। 

উল্লেখ্য, কাউখালি উপজেলার উপর দিয়ে নেমে আসা নদী থেকে বালি উত্তোলন নিয়ে গত ৫ আগস্ট এর পর থেকে উত্তোলনকৃত বালির স্তুপ দখল নিয়ে উত্তেজনা চলছিল। যার কারণে রাঙামাটি জেলাসহ আশপাশের উপজেলায় বালি সরবরাহ ও বিক্রয় বন্ধ রয়েছে।
 

জনপ্রিয়