রাঙামাটিতে বন্যা দুর্গতদের মাঝে যুবদলের ত্রাণ বিতরণ
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় রাঙামাটি শহরের তৈয়রিয়া পাহাড়ে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণরকরা হয়।
ত্রাণ বিতরণ করেন কেন্দ্রীয় যুব দলের সাবেক উপজাতি বিষয়ক সম্পাদক ও রাঙামাটি জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম। এতে, রাঙামাটি জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও রাঙ্গামাটি পৌর যুব দলের সিরাজুল মোস্তফা, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও সদর থানা যুবদলের আহবায়ক মোঃ আনোয়ার হোসেন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আব্দুস সালাম বাবলু, পৌর যুবদলের সদস্য সচিব মোঃ কামাল উদ্দিন সহ যুবদল ওয়ার্ড সদর থানা অত্র এলাকার জনসাধারণবৃন্দ উপস্থিত ছিলেন।