রাঙামাটি । রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ , ২৩ ভাদ্র ১৪৩১

ব্রেকিং

নানিয়ারচরে চেঙ্গী নদীতে ডুবে প্রতিবন্ধী আয়শার মৃত্যুবাঘাইছড়িতে নদীতে গোসল করতে নেমে কিশোরী নিখোঁজরাঙামাটিতে “শহীদি মার্চ” অনুষ্ঠিতহারানো ২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল পুলিশপার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান রিপন চাকমাকাপ্তাই হ্রদে পানি আরও বৃদ্ধি, এবার সাড় ৩ ফুট খোলা হলো জলকপাটের গেইট১২৭ দিন পর কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরুচাহিদা মতো চাদাঁ না দেওয়ায় আঞ্চলিক দলের বাঁধার মুখে কাপ্তাইয়ে জেলেদের মাছ ধরা বন্ধ, সরকার রাজস্ব হারাচ্ছেকাপ্তাই হ্রদে পানি আরও বৃদ্ধি, এবার ২ ফুট খোলা হলো জলকপাটের গেইটনিষেধাজ্ঞা শেষে মধ্যরাতে কাপ্তাই হ্রদে মাছ আহরণে নামছেন জেলেরাকাপ্তাই হ্রদে ডুবে যুবকের মৃত্যু, মরদেহ উদ্ধারকাপ্তাইয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যায় ক্ষতি ৫০ কোটি টাকালংগদুতে পানিতে ডুবে শিশুর মৃত্যুরাঙামাটি পৌর এলাকা ও নানিয়ারচরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, ডুবে আছে সড়ক-ঘরবাড়িরাঙামাটিতে সেনা রিজিয়নের উদ্যোগে বিশেষ মানবিক সহায়তা প্রদানরাঙামাটিতে বৈষম্য ও সন্ত্রাস বিরোধী মহাসমাবেশ ছাত্র পরিষদেরপানির প্রবল চাপ সামলাতে এবার ২ ফুট খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের জলকপাট

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৬:১৫, ২ সেপ্টেম্বর ২০২৪

ফলোআপঃ

কাপ্তাইয়ে শিশু ধর্ষণের ঘটনায় মামলা দায়ের, আসামী ধরতে অভিযান

কাপ্তাইয়ে শিশু ধর্ষণের ঘটনায় মামলা দায়ের, আসামী ধরতে অভিযান
নির্যাতনের প্রতীকী ছবি।

৬ বছরের শিশু ধর্ষণের ঘটনায় কাপ্তাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গত রোববার (১ সেপ্টেম্বর) রাতে কাপ্তাই থানায় ভিকটিমের পিতা উপস্থিত হয়ে মোঃ জাহিদুল ইসলাম মানিক (২৮) নামক এক ব্যক্তির নাম উল্লেখ পূর্বক শিশু ধর্ষণ মামলাটি দায়ের করেন। আসামী মোঃ জাহিদুল ইসলাম মানিক কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের কেপিএম টিলায় বসবাসরত আবুল খায়েরের ছেলে।

মামলার এজহারে ভিকটিমের পিতা উল্লেখ করেন, গত ৩০ আগস্ট শুক্রবার দুপুর ২টার দিকে কোন লোভনিয় খাওয়ার প্রলোভন দেখিয়ে তার ৬ বছরের শিশু কন্যাকে আসামী মোঃ জাহিদুল ইসলাম মানিক তার কার্গো সংলগ্ন বাসায় নিয়ে যায়। এবং এক পর্যায়ে সেখানে ভিকটিমের মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করে। পরে শিশুটি যন্ত্রনায় আর্তনাদ করে বাসায় এসে তার মা’কে সব কিছু খুলে বললে ঘটনাটি জানাজানি হয়। পরে শিশুটিকে নিয়ে দ্রুত কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে চট্টগ্রাম মেডিকেলে রেফার করে।

এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি এবং আসামীকে দ্রুত গ্রেফতার করার জন্য ভিকটিমের পিতা রোববার রাতে কাপ্তাই থানায় মামলাটি দায়ের করেন।

এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপ্তাই থানার ওসি (তদন্ত) দেবাশীষ সানা জানান, সৃষ্ট ঘটনায় কাপ্তাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা দায়ের করেছে ভিকটিমের পিতা। তবে আসামী ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তাকে দ্রুত গ্রেফতারে আমরা অভিযান পরিচালনা করছি।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়