রাঙামাটি । রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ , ২৩ ভাদ্র ১৪৩১

ব্রেকিং

নানিয়ারচরে চেঙ্গী নদীতে ডুবে প্রতিবন্ধী আয়শার মৃত্যুবাঘাইছড়িতে নদীতে গোসল করতে নেমে কিশোরী নিখোঁজরাঙামাটিতে “শহীদি মার্চ” অনুষ্ঠিতহারানো ২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল পুলিশপার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান রিপন চাকমাকাপ্তাই হ্রদে পানি আরও বৃদ্ধি, এবার সাড় ৩ ফুট খোলা হলো জলকপাটের গেইট১২৭ দিন পর কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরুচাহিদা মতো চাদাঁ না দেওয়ায় আঞ্চলিক দলের বাঁধার মুখে কাপ্তাইয়ে জেলেদের মাছ ধরা বন্ধ, সরকার রাজস্ব হারাচ্ছেকাপ্তাই হ্রদে পানি আরও বৃদ্ধি, এবার ২ ফুট খোলা হলো জলকপাটের গেইটনিষেধাজ্ঞা শেষে মধ্যরাতে কাপ্তাই হ্রদে মাছ আহরণে নামছেন জেলেরাকাপ্তাই হ্রদে ডুবে যুবকের মৃত্যু, মরদেহ উদ্ধারকাপ্তাইয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যায় ক্ষতি ৫০ কোটি টাকালংগদুতে পানিতে ডুবে শিশুর মৃত্যুরাঙামাটি পৌর এলাকা ও নানিয়ারচরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, ডুবে আছে সড়ক-ঘরবাড়িরাঙামাটিতে সেনা রিজিয়নের উদ্যোগে বিশেষ মানবিক সহায়তা প্রদানরাঙামাটিতে বৈষম্য ও সন্ত্রাস বিরোধী মহাসমাবেশ ছাত্র পরিষদেরপানির প্রবল চাপ সামলাতে এবার ২ ফুট খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের জলকপাট

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৬:৫৪, ২ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৬:৫৫, ২ সেপ্টেম্বর ২০২৪

কাপ্তাই হ্রদে পানি আরও বৃদ্ধি

এবার সাড়ে ৩ ফুট খোলা হলো জলকপাটের গেইট

এবার সাড়ে ৩ ফুট খোলা হলো জলকপাটের গেইট
কাপ্তাই বাঁধের জলকপাট দিয়ে পানি বেরিয়ে যাওয়ার ছবি।

উজান থেকে নেমে আসা পানির চাপ অব্যাহত থাকায় আরও বেড়ে গেছে কাপ্তাই হ্রদের পানি। এতে পানির লেভেল পুনরায় বিপদসীমায় পৌঁছানোর ফলে এবার সাড়ে তিনফুট করে বাঁধের ১৬টি গেট খুলে দেওয়া হয়েছে। এরআগে হ্রদে পানি কমানোর জন্য রোববার (১ সেপ্টেম্বর) থেকে জলকপাট গুলো আড়াই ফুট খোলা থাকলেও পানি বাড়তে থাকে। ফলে সোমবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটা থেকে বাঁধের ১৬টি জলকপাট সাড়ে তিন ফুট করে খুলে দেয়া হয়। এতে প্রতি সেকেন্ডে ৬৮ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নির্গত হচ্ছে।

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৯টা পর্যন্ত কাপ্তাই হ্রদে পানির স্তর রয়েছে ১০৮.৭৪ ফুট মিনস সী লেভেল (এমএসএল)। হ্রদের সর্বোচ্চ পানি ধারণ ক্ষমতা ১০৯ ফুট এমএসএল।

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আবদুজ্জাহের বলেন, পানি বাড়ায় সাড়ে তিন ফুট করে গেট খুলে দেয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে নিষ্কাশিত হচ্ছে ৬৮ হাজার কিউসেক পানি। পাশাপাশি বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট চালু রেখে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এতে প্রতি সেকেন্ডে পানি ছাড়া হচ্ছে ৩২ হাজার কিউসেক।

অন্যদিকে, হ্রদের পানির স্তর আবারও বেড়ে যাওয়ায় গত দু'সপ্তাহ ধরে দুর্ভোগে রয়েছে হ্রদের নিম্নাঞ্চল। এতে প্রায় ১৬ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়ে। হ্রদের পানি বৃদ্ধির কারণে জনদুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষজন।

প্রসঙ্গত, কাপ্তাই হ্রদের পানি ধারণ ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি চলে আসায় ২৪ আগস্ট প্রথম দফায় ১৬টি জলকপাট ৬ ইঞ্চি খুলে দিয়েছিল কর্তৃপক্ষ। এতে পানি না কমায় ধাপে ধাপে বাড়িয়ে সোমবার সকাল ১০টা থেকে জলকপাট খোলা হয়েছে সাড়ে ৩ ফুট করে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়