কর্ণফুলীতে তীব্র স্রোতে চন্দ্রঘোনা-রাইখালী নৌরুটে ফেরি চলাচল বন্ধ
কাপ্তাইয়ের রাইখালী ও চট্টগ্রাম জেলাধীন রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনার উভয় প্রান্তে কর্ণফুলী নদীর উপর নির্মিত নৌপথে যাতায়াতের জন্য ব্যবহৃত ২টি ফেরি নদীতে স্রোতের কারণে সোমবার (২ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে পুনরায় বন্ধ রয়েছে। এরআগে গত ২৫ আগস্ট কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পীলওয়ের ১৬টি জলকপাট দিয়ে পানি ছাড়ার ফলে ওইদিন সকাল ৮টা হতে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। অবশ্য পরেরদিন ২৬ আগস্ট থেকে ফেরি চলাচল আবারও স্বাভাবিক হয়।
ফেরি চালক, কর্মচারী এবং বিভিন্ন যানবাহনের চালকদের সাথে কথা বলে জানা গেছে, কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পীলওয়ের গেইট ছাড়া থাকলেও কর্ণফুলী নদীতে যখন জোয়ার আসে তখন ফেরিতে উঠার সিঁড়িতে অতিরিক্ত পানি উঠে গেলে দিনের কয়েক ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকে।
ফেরি চলাচল বন্ধের ফলে রাঙামাটি-বান্দরবান-রাজস্থলী সড়কে চলাচলকারী সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে বিপাকে পড়েন এই রুটে চলাচলকারী শত শত যাত্রী। তাদের বিকল্প হিসাবে ইঞ্জিন চালিত বোটে পার হয়ে চলাচল করতে হচ্ছে। এছাড়া অতি প্রয়োজনীয় গাড়ি গুলো চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার গোডাউন সেতু ব্যবহার করে চলাচল করছে।
সোমবার (২ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় চন্দ্রঘোনা ফেরি ঘাট এলাকার বাসিন্দা মো. সোলাইমান, মো. মোমিন জানান, আমরা কর্ণফুলী নদীর তীরে বসবাস করি। সোমবার নদীতে প্রচুর পানি দেখা যাচ্ছে। কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে থেকে পানি ছাড়ার ফলে নদীতে তীব্র স্রোত দেখা যাচ্ছে। ফলে ফেরি চলাচল বন্ধ রয়েছে। সিএনজি চালক মো. ইমাম হোসেন ও মো. বাচন জানায়, আমরা সিএনজি নিয়ে বসে আছি, ফেরি চলাচল বেলা ১টা হতে বন্ধ রয়েছে।
ফেরির কর্মচারী মো. শাহজাহান সোমবার দুপুর ১টা ২০ মিনিটে জানান, সকালে কয়েকবার ফেরি চলাচল করতে পারলেও বেলা ১টার দিকে কর্ণফুলী নদীতে জোয়ার এসে ফেরির গ্যাংওয়েতে প্রচুর পানি আসে। ফলে ফেরি চলাচল বন্ধ রয়েছে। তিনি জানান, কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পীলওয়ে দিয়ে পানি ছাড়া হচ্ছে, ফলে কর্ণফুলী নদীতে তীব্র স্রোত থাকায় আমরা ফেরি চলাচল করতে পারছি না।