রাঙামাটি । বুধবার, ০৯ অক্টোবর ২০২৪ , ২৩ আশ্বিন ১৪৩১

মেহেরাজ হোসেন সুজন, নানিয়ারচর প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৮:১৪, ৬ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৫:১৩, ৮ সেপ্টেম্বর ২০২৪

নানিয়ারচরে চেঙ্গি নদীতে পড়ে প্রাণ গেল এক শিশুর

নানিয়ারচরে চেঙ্গি নদীতে পড়ে প্রাণ গেল এক শিশুর
প্রতীকি ছবি 

রাঙামাটির নানিয়ারচর উপজেলার রাঙ্গিপাড়া এলাকায় চেঙ্গী নদীর স্রোতে ভেসে স্থানীয় বিপুল চাকমার ৮ বছরের ছেলে প্রত্যায় চাকমার মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানায়, শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে এই ঘটনা ঘটে। 

এ বিষয়ে নানিয়ারচর থানার এস আই মাহবুবুর রহমান মুঠোফোনে জানান, প্রত্যয় চাকমা নামে এক ০৮ বছরের শিশুর নানিয়ারচর উপজেলার চেঙ্গি নদীতে ডুবে মারা যাওয়ার ঘটানায় তার পরিবারের সাথে কথা বলে জানতে পারি প্রত্যয় চাকমা তার পরিবার নিয়ে একটি সামাজিক অনুষ্ঠানে যায়। তারা বাসা থেকে তাদের গন্তব্য ভারী বর্ষণে পানি বাড়ায় নদীর উপর দিয়ে চলাচল করতে হয়। প্রত্যয় চাকমা অনুষ্ঠান শেষ করে কাউকে না জানিয়ে বাসার পথে রওনা হয়। পরে তার পরিবার বাসায় খোজাঁখুজি করে তাকে না পেলে পরবর্তীতে চেংগী নদীতে তাকে পাওয়া যায়। পরে তাকে নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরতা চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এদিকে, নিহত শিশুর পরিবার ধারণা করছেন নদী পারাপারে ব্যবহৃত সাকু বা ভেলা ব্যবহারের সময় পড়ে গিয়ে এই মৃত্যু ঘটেছে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়