রাঙামাটি । বুধবার, ০৯ অক্টোবর ২০২৪ , ২৩ আশ্বিন ১৪৩১

নানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১১:০৪, ১২ সেপ্টেম্বর ২০২৪

নানিয়ারচরে আশিকার দুর্যোগকালীন খাদ্য সহায়তা

নানিয়ারচরে আশিকার দুর্যোগকালীন খাদ্য সহায়তা

রাঙামাটির নানিয়ারচরের বুড়িঘাট ও সাবেক্ষং ইউনিয়নে এনজিও সংস্থা (আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস) এর কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারী ক্ষমতায়ন কর্মসূচির (ক্রিয়া)'র আওতায় দুর্যোগকালীন খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে নানিয়ারচর রেস্ট হাউজের সম্মেলন কক্ষে এই আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলার সাবেক্ষং ইউনিয়ন চেয়ারম্যান সুপন চাকমা, আশিকা ক্রিয়া প্রকল্প এর রাঙামাটির উপ-নির্বাহী পরিচালক কক্সী তালুকদার, বুড়িঘাট ইউনিয়নের মহিলা ইউপি সদস্য নাজমা বেগম, আশিকা ক্রিয়া প্রকল্প নানিয়ারচর সমন্বয়কারী মিতু চাকমা, প্রকল্প অফিসার সুবিন্দু চাকমা, ফিল্ড ফ্যাসিলিটেটরস সৌরভ কান্তি চাকমা ও রিয়াচাকমা প্রমুখ।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়