রাঙামাটি । বুধবার, ০৯ অক্টোবর ২০২৪ , ২৩ আশ্বিন ১৪৩১

নিজস্ব প্রতিবেদকঃ-

প্রকাশিত: ১৮:২৪, ২০ সেপ্টেম্বর ২০২৪

রাঙামাটির বনরুপা জামে মসজিদে হামলার প্রতিবাদে লংগদুতে বিক্ষোভ মিছিল 

রাঙামাটির বনরুপা জামে মসজিদে হামলার প্রতিবাদে লংগদুতে বিক্ষোভ মিছিল 

রাঙামাটির জেলার প্রানকেন্দ্র বনরূপা জামে মসজিদে উপজাতীয় সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে লংগদু উপজেলার বিভিন্ন মসজিদ থেকে বিক্ষোভ মিছিল হয়েছে। 

শুক্রবার (২০ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মাইনীমূখ বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, বাইট্টাপাড়া জামে মসজিদসহ বিভিন্ন মসজিদ থেকে নামাজ শেষে বিক্ষোভ মিছিল বের হয়। এতে এলাকার ধর্মপ্রান মুসুল্লিরা অংশ গ্রহন করে। 

এ সময় মুসুল্লিরা বলেন মসজিদ হলো আমাদের সবচেয়ে বড় ইবাদতের জায়গা। এখানে আঘাত মানে ধর্মের উপর আঘাত। এটা মুসলমানরা বেঁচে থাকতে মেনে নিতে পারে না।

তারা আরো বলেন, এর সুষ্ঠু বিচার না হলে কঠোর আন্দোলনের মাধ্যমে সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দেওয়া হবে।

জনপ্রিয়