রাঙামাটি । বুধবার, ০৯ অক্টোবর ২০২৪ , ২৩ আশ্বিন ১৪৩১

প্রকাশিত: ১১:৫০, ২৭ সেপ্টেম্বর ২০২৪

নানিয়ারচরে গ্লোবাল ডে‌ অব ক্লাইমেট এ্যাকশন পালিত

নানিয়ারচরে গ্লোবাল ডে‌ অব ক্লাইমেট এ্যাকশন পালিত

"জীবাশ্ম জ্বালানি মুক্ত ভবিষ্যতের জন্য লড়াই" এই প্রতিপাদ্য নিয়ে রাঙামাটির নানিয়ারচরে গ্লোবাল ডে‌ অব ক্লাইমেট এ্যাকশন পালিত হয়েছে।

এনজিও সংস্থা (আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস) বাস্তবায়নে,মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও  নারী ক্ষমতায়ন কর্মসূচির (ক্রিয়া)'র আওতায় আয়োজনটি করা হয়।

২৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকালে বুড়িঘাট ইউনিয়নের রামহরি পাড়ায় এ বিষয়ে ,র‍্যালি,মানববন্ধন, চিত্রাংকন, আলোচনা সভা সহ নানাবিধ আয়োজন করে এনজিও সংস্থাটি।

এ সময় নানিয়ারচর উপজেলা আশিকা ক্রিয়া প্রকল্প নানিয়ারচর সমন্বয়কারী মিতু চাকমা, আশিকা প্রকল্প অফিসার সুবিন্দু চাকমা, আশিকা ফিল্ড ফ্যাসিলিটেটরস সৌরভ কান্তি চাকমা ও রিয়াচাকমাসহ আশিকার এনজিওর নারী দল, সিএজি, যুব‌দল ও ক্রিয়া প্রকল্পের কর্মীরা উপস্থিত ছিল।

জনপ্রিয়