রাঙামাটি । বুধবার, ০৯ অক্টোবর ২০২৪ , ২৩ আশ্বিন ১৪৩১

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৬:২৪, ২৭ সেপ্টেম্বর ২০২৪

রাঙামাটিতে পর্যটন দিবসে আলোচনা সভা

রাঙামাটিতে পর্যটন দিবসে আলোচনা সভা

পর্যটন শান্তির সোপান এই প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় পার্বত্য জেলা রাঙামাটিতে বিশ্ব পর্যটন দিবস পালিত  হয়েছে।

শুক্রবার (২৭শে সেপ্টেম্বর) সকালে রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের আয়োজনে পর্যটন হলিডে কমপ্লেক্স সম্মেলন কক্ষ্যে বিশ্ব পর্যটন দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার রিজাউল করিমের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার টুরিস্ট পুলিশ মহিউল ইসলাম,নেজারত ডেপুটি কালেক্টর শামীম হোসাইন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ফজলুল হক, জেলা শিক্ষা অফিসার মৃদুল কান্তি তালুকদার, পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা প্রমুখ। 

এ সময় বক্তারা  পার্বত্য চট্টগ্রাম একটি পর্যটন সম্ভাবনাময় অঞ্চল। পাহাড়ের এই পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে এবং পার্বত্য এলাকাকে আধুনিক পর্যটন নগরীতে পরিনত করতে সকলকে যার যার অবস্থান থেকে এগিয়ে  আশার আহবান জানানো হয়।

জনপ্রিয়