রাঙামাটি । বুধবার, ০৯ অক্টোবর ২০২৪ , ২৩ আশ্বিন ১৪৩১

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৬:২৭, ২৭ সেপ্টেম্বর ২০২৪

কাপ্তাইয়ে প্রাথমিক শিক্ষা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মাহবুবে ইলাহী 

কাপ্তাইয়ে প্রাথমিক শিক্ষা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মাহবুবে ইলাহী 

কাপ্তাই উপজেলায় ২০২৪ সালে জাতীয় প্রাথমিক শিক্ষা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছে মো.মাহবুবে ইলাহী।

তিনি রাইখালী ইউনিয়নের কালামাইশ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে কর্মরত রয়েছে। কাপ্তাই উপজেলা প্রাথমিক শিক্ষক পদক কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন ও সদস্য সচিব প্রাথমিক শিক্ষা অফিসার সেলিনা আখতার বিভিন্ন ক্যাটাগরী বিবেচনা করে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করেন।

এছাড়া উক্ত প্রধান শিক্ষক ২০১৭ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ নিবেদিত শিক্ষক পদে নির্বাচিত হয়। এছাড়া উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক, শিক্ষিকা হিসেবে উক্যথে মারমা, মোসাম্মাৎ কামরুন নাহার বেগম, মিসেস মুন্না দে (শ্রেষ্ঠ প্রাঃ বিঃ চিৎমরম) এবং শ্রেষ্ঠ কাব শিক্ষক ফেরদৌস আক্তারকে (প্রাধান শিক্ষক হরিনছড়া মুখ) নির্বাচিত করা হয়।
 

জনপ্রিয়