গ্রেনেড হামলার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় বিএনপি- জামাত জোট কর্তৃক গ্রেনেড হামলার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল সাড়ে ৩টায় রাঙামাটি জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরের বনরুপা সিএনজি স্ট্যান্ড চত্বরে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপির সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজী মো: মুছা মাতব্বরের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অংসুই প্রু চৌধুরী, মো: হাবিবুর রহমান, মো: রফিকুল মাওলা, বৃষ কেতু চাকমা, সাংগঠনিক সম্পাদক মো: শাওয়াল উদ্দিন, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মনছুর আলী,জেলা কৃষকলীগ সভাপতি মো: জাহিদ আকতার, জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি ফিরোজা বেগম চিনু, জেলা যুবলীগ সভাপতি ও পৌরসভা মেয়র মো: আকবর হোসেন চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক মো: শাহজাহান, জেলা যু্ব মহিলালীগ সভাপতি রোকেয়া আকতার, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা প্রমুখ।
প্রতিবাদ সমাবেশের আগে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গন থেকে বনরুপা পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এছাড়াও ২১ শে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে জেলার বিভিন্ন উপজেলাতেও আওয়ামী লীগের উদ্যোগে কর্মসূচী পালিত হয়।