রাঙামাটি । মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩ , ১০ আশ্বিন ১৪৩০

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ

প্রকাশিত: ২৩:৩৪, ২৩ আগস্ট ২০২৩

রাঙামাটিতে জেলা ছাত্রলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

রাঙামাটিতে জেলা ছাত্রলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে রাঙামাটিতে আজ এক শোক সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (২৩ আগস্ট) বিকেল ৪ টায় রাঙামাটি জেলা ছাত্রলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আয়োজিত শোক সভায় প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা।

রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকাশ চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত শোক সভায় বক্তব্য রাখেন, রাঙামাটি জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক মহিলা সাংসদ ফিরোজা বেগম চিনু, সহ-সভাপতি হাজী কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো: শাওয়াল উদ্দিন, জেলা শিক্ষা ও মানবকল্যাণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সাইদুল, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো: শামসুল আলম, জেলা মহিলা লীগের সভাপতি রোকেয়া আকতার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো: শাজাহান, জেলা মৎস্যজীবি লীগের সভাপতি উদয়ন বড়ৃয়া, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক উদয় শংকর চাকমা, পৌর ছাত্রলীগের সভাপতি এইচএম আলাউদ্দিন, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: নজরুল ইসলাম, রাঙামাটি সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কলেজ ছাত্রলীগ প্রতিনিধি দীপংকর দে প্রমুখ।

শোক সভা শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। শোক সভার আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সর্বশেষ