জনরায় নিয়েই ক্ষমতায় থাকবে আওয়ামী লীগ: মতিয়া চৌধুরী
সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন, শেখ হাসিনার নির্দেশে আমরা মাঠে আছি, থাকব। একইসঙ্গে আওয়ামী লীগ ক্ষমতায় আছে এবং থাকবে। আগামীতেও জনরায় নিয়েই ক্ষমতায় থাকবে আওয়ামী লীগ।
সোমবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শান্তি সমাবেশে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও শেখ হাসিনার নেতৃত্ব বেগবান করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
মতিয়া চৌধুরী বলেন, দেশের চলমান উন্নয়ন ও অগ্রগতি ধরে রাখতে গণতন্ত্র এবং স্থিতিশীল পরিবেশ প্রয়োজন। এটাই আমরা চাই, সবাই দোয়া করবেন বাংলাদেশে যেন গণতান্ত্রিক ধারাটা অব্যাহত থাকে।
ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি নূরুল আমিন রুহুলের সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, আব্দুর রহমান প্রমুখ।