রাঙামাটি । বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ , ২৭ ভাদ্র ১৪৩১

ব্রেকিং

বান্দরবানে ব্যাংক ডাকাতির সঙ্গে জড়িত কেএনএ সদস্য আটকরাঙামাটিতে শিক্ষাঙ্গনে অস্থিতিশীলকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশকাপ্তাই মৎস্য উপ-কেন্দ্রঃ ৮ দিনে ১৬৫ টন মাছ আহরণ, রাজস্ব আয় ৩০ লাখ টাকানানিয়ারচরে চেঙ্গী নদীতে ডুবে প্রতিবন্ধী আয়শার মৃত্যুবাঘাইছড়িতে নদীতে গোসল করতে নেমে কিশোরী নিখোঁজরাঙামাটিতে “শহীদি মার্চ” অনুষ্ঠিতহারানো ২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল পুলিশপার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান রিপন চাকমাকাপ্তাই হ্রদে পানি আরও বৃদ্ধি, এবার সাড় ৩ ফুট খোলা হলো জলকপাটের গেইট১২৭ দিন পর কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরুচাহিদা মতো চাদাঁ না দেওয়ায় আঞ্চলিক দলের বাঁধার মুখে কাপ্তাইয়ে জেলেদের মাছ ধরা বন্ধ, সরকার রাজস্ব হারাচ্ছেকাপ্তাই হ্রদে পানি আরও বৃদ্ধি, এবার ২ ফুট খোলা হলো জলকপাটের গেইটনিষেধাজ্ঞা শেষে মধ্যরাতে কাপ্তাই হ্রদে মাছ আহরণে নামছেন জেলেরাকাপ্তাই হ্রদে ডুবে যুবকের মৃত্যু, মরদেহ উদ্ধারকাপ্তাইয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যায় ক্ষতি ৫০ কোটি টাকালংগদুতে পানিতে ডুবে শিশুর মৃত্যুরাঙামাটি পৌর এলাকা ও নানিয়ারচরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, ডুবে আছে সড়ক-ঘরবাড়িরাঙামাটিতে সেনা রিজিয়নের উদ্যোগে বিশেষ মানবিক সহায়তা প্রদানরাঙামাটিতে বৈষম্য ও সন্ত্রাস বিরোধী মহাসমাবেশ ছাত্র পরিষদেরপানির প্রবল চাপ সামলাতে এবার ২ ফুট খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের জলকপাট

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৩:৩১, ২১ আগস্ট ২০২৪

দুদকের অনুসন্ধানে ফিরেছে গতি

দুদকের অনুসন্ধানে ফিরেছে গতি

একটি অভিযোগের অনুসন্ধান শেষ করতে ২০ বছর লেগেছে। আবার দীর্ঘ সময় পর অভিযোগ প্রমাণের পরও দোষীদের কয়েক দফা দায়মুক্তি দেওয়া হয়েছে, এমন নজিরও আছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)। কচ্ছপের গতিতে চলা সেই দুদক যেন ঘোড়ার ওপর সওয়ার হয়েছে। গত এক সপ্তাহে অর্ধশতাধিক মন্ত্রী, এমপি ও ব্যবসায়ী দুর্নীতির অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। অনুসন্ধানের কালোতালিকায় আরও অন্তত শতাধিক দুর্নীতিবাজ মন্ত্রী, এমপি, আমলা, পুলিশ ও ব্যবসায়ীর নাম।

অনুসন্ধান তালিকায় নাম আসাদের মধ্যে রয়েছেন সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং সাবেক স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামের। এ ছাড়া রয়েছেন জুনাইদ আহমেদ পলক, সাবেক শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, গোলাম দস্তগীর গাজী, জাহিদ আহসান রাসেল, নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শাজাহান খান, হাছান মাহমুদ, কামরুল ইসলাম ও হাসানুল হক ইনু।

দুদকের এই রকেট গতি দেখে চোখ কপালে তুলেছেন কমিশনের অনেক কর্মকর্তা। গত ৫ আগস্ট সরকার পতনের পরই কমিশনের গতি বেড়ে যাওয়ার বিষয়ে কথা বলেন দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে এই কর্মকর্তা বলেন, দুদক এখন যাদের অবৈধ সম্পদের অনুসন্ধান সিদ্ধান্ত নিয়েছে, তার বেশির ভাগ অভিযোগই অনেক আগের। তাঁদের অনেকের দুর্নীতির প্রমাণও রয়েছে। বিভিন্ন সময়ে সরকারের চাপের মুখে কর্মকর্তারা এসব তদন্ত করতে পারেনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা হলফনামায় যে সম্পদের বিবরণ পেশ করেছিলেন, সেখানে আয়ের উৎসবহির্ভূত সম্পদ বেড়েছে এমন অন্তত দেড় শ সাবেক, বর্তমান সংসদ সদস্য ও মন্ত্রীর নাম আলোচনায় উঠে আসে তখন। তবে নির্বাচনের আগে প্রার্থীদের ইমেজের কথা চিন্তা করে বিষয়টি সামনে আনতে চাননি দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ। চেয়ারম্যান হওয়ার পর থেকে দীর্ঘ আড়াই বছরে দৃশ্যত কোনো ব্যবস্থা নিতে পারেননি তিনি। উল্টো অন্তত এক ডজন এমপির দুর্নীতি করেনি জানিয়ে ক্লিন সার্টিফিকেট প্রদান করেন।

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, এই মুহূর্তে কমিশনের কাজে হস্তক্ষেপ করার কেউ নেই; ফলে কাজটা তারা করতে পারছে, তাই আমরা চাই এসব প্রতিষ্ঠানে যেন নিরপেক্ষ লোক নিয়োগ দেওয়া হয়।

জনপ্রিয়