রাঙামাটি । বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩ , ১১ আশ্বিন ১৪৩০

ধর্ম ডেস্কঃ-

প্রকাশিত: ১০:৩৫, ৫ আগস্ট ২০২৩

বদনজর, জাদুটোনা থেকে শরীর বন্ধ করার দোয়া

বদনজর, জাদুটোনা থেকে শরীর বন্ধ করার দোয়া
ফাইল ছবি

বদনজর, জাদুটোনা থেকে বাঁচতে নির্দিষ্ট কিছু বাক্য পড়ে শরীরে ফুঁক দেওয়াকে শরীর বন্ধ বলা হয়।

মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শরীর বন্ধ করার জন্য সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পাঠ করে সম্পূর্ণ শরীরে ফুঁ দিয়ে শরীর বন্ধ করতেন। হাদিস শরিফে এসেছে,

أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا أَوَى إِلَى فِرَاشِهِ كُلَّ لَيْلَةٍ جَمَعَ كَفَّيْهِ ثُمَّ نَفَثَ فِيْهِمَا فَقَرَأَ فِيْهِمَا(قُلْ هُوَ اللهُ أَحَدٌ)وَ (قُلْ أَعُوْذُ بِرَبِّ الْفَلَقِ) وَ (قُلْ أَعُوْذُ بِرَبِّ النَّاسِ) ثُمَّ يَمْسَحُ بِهِمَا مَا اسْتَطَاعَ مِنْ جَسَدِهِ يَبْدَأُ بِهِمَا عَلَى رَأْسِهِ وَوَجْهِهِ وَمَا أَقْبَلَ مِنْ جَسَدِهِ يَفْعَلُ ذَلِكَ ثَلَاثَ مَرَّاتٍ

‘প্রতি রাতে রাসূল (সা.) বিছানায় যাওয়ার প্রাক্কালে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পাঠ করে দুহাত একত্র করে হাতে ফুঁক দিয়ে যতদূর সম্ভব সমস্ত শরীরে হাত বুলাতেন। মাথা ও মুখ থেকে আরম্ভ করে তার দেহের সম্মুখ ভাগের ওপর হাত বুলাতেন এবং তিনবার এরূপ করতেন’। (সহিহ বুখারি, হাদীস নম্বর ৫০১৭, ইফা: ৪৬৫২)

সূরা ইখলাস আরবি
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ
قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ – اللَّهُ الصَّمَدُ – لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ – وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ.
সূরা ইখলাস বাংলা উচ্চারণ:
কুলহু আল্লাহু আহাদ। আল্লাহুস সমাদ। লাম ইয়ালিদ ওয়া লামউলাদ। ওয়া ইয়া কুল্লাহু কুফু ওয়ান আহাদ।

সূরা ফালাক আরবি
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ
قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ – مِن شَرِّ مَا خَلَقَ – وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ – وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ – وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ
সূরা ফালাক বাংলা উচ্চারণ:
কুল আউযু বিরব্বিল ফালাক। মিন শাররি মা খলাক। ওয়া মিন শাররি গসিকীন ইযা ওয়াকাব। ওয়া মিন শাররিন নাফফা সাতি ফিল উকাদ। ওয়া মিন শাররি হা সিদিন ইজা হাসাদ।

সূরা নাস আরবি
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ
قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ – مَلِكِ النَّاسِ – إِلَهِ النَّاسِ – مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ – الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ – مِنَ الْجِنَّةِ وَ النَّاسِ.
সূরা নাস বাংলা উচ্চারণ
কুল আউযু বিরব্বিন নাস‌। মালিকিন নাস। ইলাহিন নাস। মিন শাররিল ওয়াস ওয়াসিল খন্নাস। আল্লাযী ইউওসয়িসু ফি সুদুরিন নাস। মিনাল জিন্নাতি ওয়ান্নাস।