রাঙামাটিতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা
সনাতন হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব ভগবান শ্রী কৃষ্ণের ৫২৪৯ তম জন্মতিথি উপলক্ষে রাঙামাটিতে ধর্মীয় অনুষ্ঠান, আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ১০টায় জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে রাঙামাটি পৌরসভা মাঠ প্রাঙ্গনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা পুজা উদযাপন পরিষদের আহবায়ক অমলেন্দু হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, খাদ্য মন্ত্রনালয় সম্পর্তিক সংসদীয় স্থায়ী কমিরি সভাপতি দীপংকর তালুকদার এমপি।
আলোচনা সভায় বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা, জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজী মো: মুছা মাতব্বর, রাঙামাটি পৌরসভা মেয়র মো: আকবর হোসেন চৌধুরী, জেলা পরিষদ সদস্য বিপুল ত্রিপুরা, জেলা পরিষদের সাবেক সদস্য ত্রিদিব কান্তি দাশ, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি স্মৃতি বিকাশ ত্রিপুরা প্রমুখ।
আলোচনা সভা শেষে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। মঙ্গল শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়।