রাঙামাটি । বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ , ২৭ ভাদ্র ১৪৩১

ব্রেকিং

বান্দরবানে ব্যাংক ডাকাতির সঙ্গে জড়িত কেএনএ সদস্য আটকরাঙামাটিতে শিক্ষাঙ্গনে অস্থিতিশীলকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশকাপ্তাই মৎস্য উপ-কেন্দ্রঃ ৮ দিনে ১৬৫ টন মাছ আহরণ, রাজস্ব আয় ৩০ লাখ টাকানানিয়ারচরে চেঙ্গী নদীতে ডুবে প্রতিবন্ধী আয়শার মৃত্যুবাঘাইছড়িতে নদীতে গোসল করতে নেমে কিশোরী নিখোঁজরাঙামাটিতে “শহীদি মার্চ” অনুষ্ঠিতহারানো ২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল পুলিশপার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান রিপন চাকমাকাপ্তাই হ্রদে পানি আরও বৃদ্ধি, এবার সাড় ৩ ফুট খোলা হলো জলকপাটের গেইট১২৭ দিন পর কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরুচাহিদা মতো চাদাঁ না দেওয়ায় আঞ্চলিক দলের বাঁধার মুখে কাপ্তাইয়ে জেলেদের মাছ ধরা বন্ধ, সরকার রাজস্ব হারাচ্ছেকাপ্তাই হ্রদে পানি আরও বৃদ্ধি, এবার ২ ফুট খোলা হলো জলকপাটের গেইটনিষেধাজ্ঞা শেষে মধ্যরাতে কাপ্তাই হ্রদে মাছ আহরণে নামছেন জেলেরাকাপ্তাই হ্রদে ডুবে যুবকের মৃত্যু, মরদেহ উদ্ধারকাপ্তাইয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যায় ক্ষতি ৫০ কোটি টাকালংগদুতে পানিতে ডুবে শিশুর মৃত্যুরাঙামাটি পৌর এলাকা ও নানিয়ারচরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, ডুবে আছে সড়ক-ঘরবাড়িরাঙামাটিতে সেনা রিজিয়নের উদ্যোগে বিশেষ মানবিক সহায়তা প্রদানরাঙামাটিতে বৈষম্য ও সন্ত্রাস বিরোধী মহাসমাবেশ ছাত্র পরিষদেরপানির প্রবল চাপ সামলাতে এবার ২ ফুট খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের জলকপাট

লাইফস্টাইল ডেস্কঃ-

প্রকাশিত: ১৫:০৪, ১০ মে ২০২৪

চিকেন কাচ্চি বিরিয়ানিতে কাটুক ছুটির ভোজ, রইলো রেসিপি

চিকেন কাচ্চি বিরিয়ানিতে কাটুক ছুটির ভোজ, রইলো রেসিপি

বাড়িতে অতিথি এলে কিংবা যেকোনো আয়োজনে কাচ্চি বিরিয়ানির নাম শুনলেই সবার আগে মনে পড়ে খাসির মাংসের কথা। সাধারণত খাসির মাংস দিয়েই কাচ্চি বিরিয়ানি রান্না করা হয়।

তবে আপনি চাইলে আজ ছুটির দিনটিতে মুরগির মাংস দিয়েও খুব সহজে তৈরি করতে পারবেন চিকেন কাচ্চি বিরিয়ানি।

তো আর দেরি না করে জেনে নেওয়া যাক চিকেন কাচ্চি বিরিয়ানি রান্নার সহজ রেসিপিটি

উপকরণ

মুরগির মাংস- ২ কেজি

পোলাওর চাল- ১ কেজি

পেঁয়াজ বেরেস্তা- ১ কাপ

আদা-রসুন বাটা- ২ টেবিল চামচ

পেঁপে বাটা- ৪ টেবিল চামচ

টক দই- ২ কাপ

লবণ- স্বাদমতো

দারুচিনি- কয়েক টুকরা

লবঙ্গ- ২টি

এলাচ- ২টি

মরিচের গুঁড়া- ২ চা চামচ

জয়ফল গুঁড়া- আধা চা চামচ

জয়ত্রি গুঁড়া- আধা চা চামচ

ঘি- আধা কাপ

কাঁচা মরিচ- ১০-১২টি

চামচ কেওড়া জল- ১ চা চামচ

গোলাপ জল- ১ চা চামচ

গুঁড়া দুধ- ১ কাপ

জাফরানি রং- সামান্য

আস্ত শাহী জিরা- ১ চা চামচ।

প্রণালী

পোলাওর চাল, গুঁড়া দুধ, জাফরানি রঙ ও ঘি বাদে সব উপকরণ একসঙ্গে ভালো করে মাখিয়ে ৩ ঘণ্টা মেরিনেট করতে হবে।

পোলাওর চাল ধুয়ে আশি শতাংশ সেদ্ধ করে পানি ঝরিয়ে নিতে হবে।

একটি হাঁড়িতে প্রথমে ঘি দিয়ে তারপর তাতে মাখানো মাংসগুলো বিছিয়ে দিতে হবে। তার উপর আরেকটু বেরেস্তা, পুদিনা পাতা, সবুজ মরিচ দিয়ে ১/৩ সেদ্ধ পোলাওর চাল দিয়ে ঢেকে দিতে হবে।

চাল ঢাকা হলে তার উপরে কয়েক জায়গায় চামচ দিয়ে গর্ত করে তাতে দুধে গোলানো জাফরানের রঙ আর কেওড়া, গোলাপ জল দিয়ে মাখানো মিশ্রণ গর্তের মাঝে একটু একটু করে ঢেলে দিতে হবে।

ঢালা হলে পোলাওর চালের উপরে আবারও বেরেস্তা ছড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এবং আটা দিয়ে বানানো খামির দিয়ে হাঁড়ি সিল করে ঢেকে দিতে হবে।

হাঁড়ির ঢাকনার উপর গরম পানির একটি হাড়ি বসাতে হবে। চুলার আঁচ প্রথম ৫ মিনিটে বেশি আঁচে, পরের ১০ মিনিটে মাঝারি আঁচে রাখতে হবে।

এবার ১৫ মিনিট পর হাঁড়ির নিচে তাওয়া দিয়ে হালকা আঁচে ৪৫ মিনিট রান্না করলেই তৈরি হয়ে যাবে চিকেন কাচ্চি বিরিয়ানি।

জনপ্রিয়