রাঙামাটি । বুধবার, ০৯ অক্টোবর ২০২৪ , ২৩ আশ্বিন ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৬:১৬, ১৯ আগস্ট ২০২৪

বাংলাদেশের প্রাথমিক শিক্ষার উন্নয়নে সহযোগিতা করবে ফ্রান্স

বাংলাদেশের প্রাথমিক শিক্ষার উন্নয়নে সহযোগিতা করবে ফ্রান্স

বাংলাদেশে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকল্পে সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করে প্রাথমিক শিক্ষার উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই।

সোমবার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের সঙ্গে বৈঠক শেষে তিনি এ আশ্বাস দেন।

তিনি বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকল্পে গৃহীত সামগ্রিক কর্মকাণ্ডে ফ্রান্স সরকারের পক্ষ থেকে সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় তারা পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপক্ষীয় বিষয়াদি নিয়ে আলোচনা করেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ এসময় উপস্থিত ছিলেন।

জনপ্রিয়