রাঙামাটি । রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ , ২৩ ভাদ্র ১৪৩১

ব্রেকিং

নানিয়ারচরে চেঙ্গী নদীতে ডুবে প্রতিবন্ধী আয়শার মৃত্যুবাঘাইছড়িতে নদীতে গোসল করতে নেমে কিশোরী নিখোঁজরাঙামাটিতে “শহীদি মার্চ” অনুষ্ঠিতহারানো ২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল পুলিশপার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান রিপন চাকমাকাপ্তাই হ্রদে পানি আরও বৃদ্ধি, এবার সাড় ৩ ফুট খোলা হলো জলকপাটের গেইট১২৭ দিন পর কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরুচাহিদা মতো চাদাঁ না দেওয়ায় আঞ্চলিক দলের বাঁধার মুখে কাপ্তাইয়ে জেলেদের মাছ ধরা বন্ধ, সরকার রাজস্ব হারাচ্ছেকাপ্তাই হ্রদে পানি আরও বৃদ্ধি, এবার ২ ফুট খোলা হলো জলকপাটের গেইটনিষেধাজ্ঞা শেষে মধ্যরাতে কাপ্তাই হ্রদে মাছ আহরণে নামছেন জেলেরাকাপ্তাই হ্রদে ডুবে যুবকের মৃত্যু, মরদেহ উদ্ধারকাপ্তাইয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যায় ক্ষতি ৫০ কোটি টাকালংগদুতে পানিতে ডুবে শিশুর মৃত্যুরাঙামাটি পৌর এলাকা ও নানিয়ারচরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, ডুবে আছে সড়ক-ঘরবাড়িরাঙামাটিতে সেনা রিজিয়নের উদ্যোগে বিশেষ মানবিক সহায়তা প্রদানরাঙামাটিতে বৈষম্য ও সন্ত্রাস বিরোধী মহাসমাবেশ ছাত্র পরিষদেরপানির প্রবল চাপ সামলাতে এবার ২ ফুট খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের জলকপাট

ধর্ম ডেস্ক-

প্রকাশিত: ১৬:৫৯, ২২ আগস্ট ২০২৪

বৃষ্টি ও বন্যার সময় করণীয় আমল

বৃষ্টি ও বন্যার সময় করণীয় আমল

মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলার সৃষ্টির সেরা জীব হলো মানুষ। তিনি অযথা কাইকে শাস্তি দিতে চান না। তাই রাব্বুল আলামিন আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচার জন্য আমল পরিশুদ্ধ করার বিকল্প নেই। যে আমলে আল্লাহ খুশি হন, সে আমল বেশি বেশি করতে হবে। নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, দান-সদকাসহ নেক আমল করতে হবে।

বৃষ্টি ও বন্যার সময় করণীয় আমল

বৃষ্টি সাধারণ অবস্থায় কল্যাণকর হলেও অতিবৃষ্টি মানুষ-পশুপাখি ও অন্যান্য সৃষ্টিকুলের ক্ষতি বয়ে আনে। দীর্ঘসময় বৃষ্টিপাতের কারণে বন্যা হয়, আর বন্যা স্থায়ী হলে গৃহপালিত পশু-পাখি, ফসল, বসতবাড়ির ক্ষতি ছাড়াও নানা অসুখ বিসুখ, রাস্তাঘাটের ক্ষতি এবং খাদ্যাভাবে জনজীবন দুর্বিসহ হয়ে পড়ে। এ অবস্থা থেকে তাৎক্ষণিক পরিত্রাণ পেতে কিংবা জলোচ্ছ্বাস থামিয়ে দিতে কোনো দোয়া কোরআন হাদিসের কোথাও বর্ণিত হয়নি; বরং ধৈর্য ও তওবা-ইস্তেগফারের সঙ্গে এই দুঃসময়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বিপদগ্রস্তদের পাশে দাঁড়াতে উৎসাহিত করে ইসলাম।

অন্যের বিপদে যারা সাহায্যের হাত বাড়িয়ে দেয়, আল্লাহ তাআলা তাদের রহমত করেন। তাদেরকে আল্লাহ দয়া না করে পারেন না। হাদিসে এসেছে, ‘নিশ্চয়ই আল্লাহ তার প্রতি দয়া করেন, যে তার বান্দাদের প্রতি দয়া করে’। (বুখারি: ১৭৩২)

বিশ্বনবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন মুমিনের জন্য ইমারতসদৃশ, যার এক অংশ অন্য অংশকে মজবুত করে। এরপর তিনি (হাতের) আঙুলগুলো (অন্য হাতের) আঙুলে (ফাঁকে) ঢোকালেন’। (বুখারি: ৬০২৬)

তবে বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসসহ নানান দুর্যোগে আশ্রয় ও যথাযোগ্য ব্যবস্থা নেওয়ার পরও মহান আল্লাহর কাছে দোয়া করা সুন্নত। যখন প্রবল বৃষ্টি হতো, তখন রাসূলুল্লাহ (সা.) এই দোয়া পড়তেন— اللَّهُمَّ حَوَالَيْنَا ولَا عَلَيْنَا، اللَّهُمَّ علَى الآكَامِ والظِّرَابِ، وبُطُونِ الأوْدِيَةِ، ومَنَابِتِ الشَّجَرِ

উচ্চারণ: ‘আল্লাহুম্মা হাওয়া-লাইনা, ওয়ালা আলাইনা; আল্লাহুম্মা আলাল আ-কাম ওয়াজ জিরাব ওয়া বুতুনিল আওদিআ; ওয়া মানাবিতিস শাজার’।

অর্থ: ‘হে আল্লাহ! আমাদের আশপাশে বৃষ্টি দিন, আমাদের ওপরে নয়। হে আল্লাহ! পাহাড়-টিলা, খাল-নালা এবং গাছ-উদ্ভিদ গজানোর স্থানগুলোতে বৃষ্টি দিন’। (বুখারি: ১০১৪)

উক্ত দোয়ার সংক্ষিপ্ত অংশ পড়েও দোয়া করা যায় যেমন— اللَّهُمَّ حَوَالَيْنَا وَلاَ عَلَيْنَا

উচ্চারণ: ‘আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা’।

অর্থ: ‘হে আল্লাহ! আমাদের থেকে ফিরিয়ে নাও, আমাদের ওপর দিয়ো না’।

আয়েশা (রা.) বলেন, ‘আমি রাসূলুল্লাহ (সা.)-কে এ বিষয়ে জিজ্ঞেস করেছি যে, লোকজন মেঘ দেখলে বৃষ্টির আশায় আনন্দিত হয়ে থাকে, আর আপনি তা দেখে চিন্তিত হয়ে পড়েন’? এর জবাবে রাসূলুল্লাহ (সা.) বলেন, ‘আমি এ ভেবে শঙ্কিত হই যে, বৃষ্টি আমার উম্মতের ওপর আজাব হিসেবে পতিত হয় কি না। কেননা আগের উম্মতদের ওপর এ পদ্ধতিতে (বৃষ্টি বর্ষণের আকারে) আজাব পতিত হয়েছিল’। (বুখারি: ৩২০৬; মুসলিম: ৮৯৯; তিরমিজি: ৩৪৪৯)

আকাশ মেঘাচ্ছন্ন হলে এবং ঝড়ো বাতাস বইলে রাসূলুল্লাহ (সা.) এ দোয়া পড়তেন, اللهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا، وَخَيْرَ مَا فِيهَا، وَخَيْرَ مَا أُرْسِلَتْ بِهِ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا، وَشَرِّ مَا فِيهَا، وَشَرِّ مَا أُرْسِلَتْ بِهِ 

উচ্চারণ: ‘আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা-ফিহা ওয়া খাইরা মা-উরসিলাত বিহি, ওয়া আউজুবিকা মিন শাররিহা ওয়া শাররি মা-ফিহা ওয়া শাররি মা-উরসিলাত বিহি’।

অর্থ: ‘হে আল্লাহ! আমি আপনার নিকট প্রার্থনা করি এই ঝড়ের কল্যাণ, এর মধ্যস্থিত কল্যাণ, এর সঙ্গে প্রেরিত কল্যাণ। আমি আপনার নিকট পানাহ চাই এই ঝড়ের অনিষ্ট থেকে, এর মধ্যস্থিত অনিষ্ট থেকে, এর সঙ্গে প্রেরিত অনিষ্ট থেকে’। (বুখারি ও মুসলিম)

পবিত্র কোরআনের বিশেষ দোয়া

رَبَّنَا اکۡشِفۡ عَنَّا الۡعَذَابَ اِنَّا مُؤۡمِنُوۡنَ

উচ্চারণ: ‘রাব্বানাকশিফ আন্নাল আজাবা ইন্না মুমিনুন’।

অর্থ: ‘হে আমাদের পালনকর্তা! আমাদের উপর থেকে আপনার শাস্তি প্রত্যাহার করুন, আমরা বিশ্বাস স্থাপন করছি’। (সূরা: দুখান, আয়াত: ১২)

আমরা জানি, বান্দার সীমা লঙ্ঘনের কারণেও জলে-স্থলে বিপদাপদ আপতিত হয়। তবে, মুমিনদের আল্লাহ গজব দেন না, বরং পরীক্ষা করেন এবং একইসঙ্গে নিজেদের শুধরে নেওয়ার সুযোগ দেন এবং গুনাহ ক্ষমা করেন। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সবচেয়ে শক্তিশালী কৌশল হলো ধৈর্য। এই গুণটি নবীদের।

আল্লাহ তাআলা বলেন, ‘..এমন পরিস্থিতিতে যারা ধৈর্য ধারণ করবে, হে নবী! তুমি তাদের জান্নাতে সুখের দিনের সুসংবাদ দাও’। (সূরা: বাকারা, আয়াত: ১৫৫)

রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আরো বলেন, ‘অতএব আপনি ধৈর্যধারণ করুন, যেমন ধৈর্যধারণ করেছেন দৃঢ়প্রতিজ্ঞ রাসূলগণ’। (সূরা: আহকাফ, আয়াত: ৩৫)

হাদিসের ভাষ্য অনুযায়ী, যখন কোথাও ভূমিকম্প, সূর্যগ্রহণ, ঝড়ো বাতাস বা বন্যা হয়, তখন সবার উচিত মহান আল্লাহর কাছে তওবা করা, নিরাপত্তার দোয়া করা এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করা। এক্ষেত্রে রাসূলুল্লাহ (সা.) নির্দেশ দিয়ে বলেছেন, ‘দ্রুততার সঙ্গে মহান আল্লাহর জিকির করো, তার নিকট তওবা করো’। (বুখারি: ২/৩০; মুসলিম: ২/৬২৮)

ইয়া আল্লাহ! আমাদের সবাইকে ঘূর্ণিঝড়, বন্যাসহ সকল প্রাকৃতিক দুর্যোগ ও বিপদাপদ থেকে হেফাজত করুন। আমিন।

জনপ্রিয়