রাঙামাটিতে বঙ্গবন্ধু পৌরসভা প্রথম বিভাগ ক্রিকেট লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বঙ্গবন্ধু রাঙামাটি পৌরসভা প্রথম বিভাগ গোল্ডকাপ ক্রিকেট লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ মার্চ) বিকাল ৫টায় রাঙামাটি চিং হ্লা মং মারী স্টেডিয়ামে বঙ্গবন্ধু রাঙামাটি পৌরসভা প্রথম বিভাগ ক্রিকেট লীগের ফাইনাল খেলা উপলক্ষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
রাঙামাটি পৌরসভা মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য আশীষ কুমার চাকমা এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাপণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ শফিউল আজম প্রমূখ।
ফাইনাল খেলায় রফিক স্মৃতি ক্রিকেট একাডেমী চ্যাম্পিয়ন ও প্রতিভা ক্রিকেট ক্লাব রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে।
বঙ্গবন্ধু রাঙামাটি পৌরসভা প্রথম বিভাগ ক্রিকেট লীগে রাঙামাটির ১২টি টিম অংশগ্রহণ করে।