রাঙামাটিতে শুরু হচ্ছে মাসব্যাপী বাণিজ্য মেলা

আগামী ৩০ সেপ্টেম্বর রাঙামাটিতে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে রাঙামাটি চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।
বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১টায় রাঙামাটি চেম্বার্স অব কমার্সের নিজস্ব কনফারেন্স হলে সাংবাদিকদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, রাঙামাটি চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ আব্দুল ওয়াদুদ, সহ-সভপতি উসাং মারমা, মোঃ আলী বাবর, পরিচালক হারুন মাতব্বর, মনছুর আলী, নিজাম উদ্দিন প্রমুখ।
আগামী ৩০ সেপ্টেম্বর বিকাল ৪টায় রাঙামাটি কুমার সমিত রায় জিমনেসিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে মাসব্যাপী এই মেলার উদ্বোধন করা হবে বলে জানায় আয়োজকবৃন্দ।