রাঙামাটি । রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ , ২৩ ভাদ্র ১৪৩১

ব্রেকিং

নানিয়ারচরে চেঙ্গী নদীতে ডুবে প্রতিবন্ধী আয়শার মৃত্যুবাঘাইছড়িতে নদীতে গোসল করতে নেমে কিশোরী নিখোঁজরাঙামাটিতে “শহীদি মার্চ” অনুষ্ঠিতহারানো ২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল পুলিশপার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান রিপন চাকমাকাপ্তাই হ্রদে পানি আরও বৃদ্ধি, এবার সাড় ৩ ফুট খোলা হলো জলকপাটের গেইট১২৭ দিন পর কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরুচাহিদা মতো চাদাঁ না দেওয়ায় আঞ্চলিক দলের বাঁধার মুখে কাপ্তাইয়ে জেলেদের মাছ ধরা বন্ধ, সরকার রাজস্ব হারাচ্ছেকাপ্তাই হ্রদে পানি আরও বৃদ্ধি, এবার ২ ফুট খোলা হলো জলকপাটের গেইটনিষেধাজ্ঞা শেষে মধ্যরাতে কাপ্তাই হ্রদে মাছ আহরণে নামছেন জেলেরাকাপ্তাই হ্রদে ডুবে যুবকের মৃত্যু, মরদেহ উদ্ধারকাপ্তাইয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যায় ক্ষতি ৫০ কোটি টাকালংগদুতে পানিতে ডুবে শিশুর মৃত্যুরাঙামাটি পৌর এলাকা ও নানিয়ারচরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, ডুবে আছে সড়ক-ঘরবাড়িরাঙামাটিতে সেনা রিজিয়নের উদ্যোগে বিশেষ মানবিক সহায়তা প্রদানরাঙামাটিতে বৈষম্য ও সন্ত্রাস বিরোধী মহাসমাবেশ ছাত্র পরিষদেরপানির প্রবল চাপ সামলাতে এবার ২ ফুট খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের জলকপাট

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৪:২২, ২ আগস্ট ২০২৪

সামাজিক মাধ্যম আসছে আয়করের আওতায়

সামাজিক মাধ্যম আসছে আয়করের আওতায়

এবার সামাজিক মাধ্যমগুলোকে আয়করের আওতায় আনা হচ্ছে। ফেসবুক, গুগল, মাইক্রোসফট, ইউটিউব, নেটফ্লিক্সের মতো সামাজিক মাধ্যমগুলোর পরিধি দিনের পর দিন বাড়ছে। প্রতিষ্ঠানগুলো মূল্য সংযোজন কর (ভ্যাট) পরিশোধ করলেও আয়কর রিটার্নের আওতায় আসছে না। ২০২৩ সালে নতুন আয়কর আইনে আয়কর রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক হলেও এখনো এর আওতায় আসেনি প্রতিষ্ঠানগুলো। বিটিআরসির সহায়তায় এসব প্রতিষ্ঠানের আয়কর রিটার্ন দাখিল এবং আয়কর আদায় করতে চায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

জানা গেছে, বিভিন্ন সামাজিক মাধ্যম বছরে প্রায় ৫০০ কোটি টাকা ব্যবসা করছে। ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ১১ মাসে এনবিআর তাদের কাছ থেকে ১১৬ কোটি ৪৩ লাখ টাকা ভ্যাট আদায় করেছে। অথচ আগে এসব প্রতিষ্ঠান ভ্যাট দিত না। তিন বছর আগে প্রায় সব প্রতিষ্ঠানকে ভ্যাটের আওতায় নিয়ে আসে এনবিআর। ২০২১ সাল থেকে অনাবাসী প্রতিষ্ঠানগুলোকে দর-কষাকষির মাধ্যমে ভ্যাট নিবন্ধন দেওয়া হয়েছিল। এরপর থেকে প্রতি মাসে সেবা সরবরাহের বিপরীতে ১৫ শতাংশ হারে ভ্যাট দিতে হয় প্রতিষ্ঠানগুলোকে।

সামাজিক মাধ্যমের মধ্যে সবচেয়ে বেশি ভ্যাট দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। এই কোম্পানি সব মিলিয়ে সাড়ে ৪৩ কোটি ৬২ লাখ টাকা ভ্যাট দিয়েছে। বিজ্ঞাপন প্রচার করেই মূলত বেশি আয় করে ফেসবুক। ফেসবুকের তিনটি কোম্পানির মধ্যে ফেসবুক আয়ারল্যান্ড লিমিটেড ৪৩ কোটি ৩৯ লাখ টাকা ভ্যাট দিয়েছে। ফেসবুকের বাকি দুটি প্রতিষ্ঠানÑ পেমেন্টস ইন্টারন্যাশনাল লিমিটেড ও ফেসবুক টেকনোলজিস আয়ারল্যান্ড লিমিটেড নামমাত্র ভ্যাট দিয়েছে, যা পরিমাণে বিশ লাখ টাকার মতো।

জানা গেছে, সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান প্রোক্সিমা বেটা পিটিই লিমিটেড ৩৮ কোটি ৫৩ লাখ টাকা ভ্যাট দিয়েছে। সিঙ্গাপুরভিত্তিক গুগল এশিয়া প্যাসিফিকের দেওয়া ভ্যাটের পরিমাণ ১৭ কোটি ৬৬ লাখ টাকা। আয়ারল্যান্ডভিত্তিক গুগল আয়ারল্যান্ড ১ কোটি ৭১ লাখ টাকা ভ্যাট দিয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ভিডিওস্ট্রিমিং প্ল্যাটফর্ম ও প্রযোজনা সংস্থা নেটফ্লিক্স ৩ কোটি ৬৬ লাখ টাকা ভ্যাট দিয়েছে। আমাজন ডটকম, অ্যামাজন অ্যাডভারটাইজিং ও অ্যামাজন ওয়েব সার্ভিসেস ৫ কোটি ১৯ লাখ টাকার ভ্যাট পরিশোধ করেছে।

এ ছাড়া লিংকড-ইন সিঙ্গাপুর ১ কোটি ২৫ লাখ, জহো করপোরেশন ২৫ লাখ, জুম ভিডিও কমিউনিকেশন ১ কোটি ১৫ লাখ, মাইক্রোসফট রিজিওনাল সেলস ১ কোটি ৮৬ লাখ, তুরনি টিন ইন্ডিয়া প্রাইভেট ২৩ লাখ, লন্ডন বিশ্ববিদ্যালয় ১ কোটি ১০ হাজার, ড্রপবক্স ইন্টারন্যাশনাল ২৩ লাখ ও দ্য রকেট সাইন্স গ্রুপ ৭০ হাজার টাকা ভ্যাট দিয়েছে।

গুগল, অ্যামাজন, ফেসবুকসহ অনাবাসী প্রতিষ্ঠানগুলো (যাদের এখানে স্থায়ী কার্যালয় নেই) এ দেশে বিজ্ঞাপন প্রচারসহ নিজেদের নানা ধরনের সেবা দিয়ে থাকে। এসব সেবা নিয়ে গ্রাহক ক্রেডিট কার্ড বা অন্য কোনো উপায়ে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অর্থ পরিশোধ করেন। তখন ব্যাংক কর্তৃপক্ষ স্বয়ংক্রিয়ভাবে ১৫ শতাংশ ভ্যাট কেটে রাখে।

জনপ্রিয়