এশিয়া কাপ শেষে দেশে ফিরল বাংলাদেশ দল
এশিয়া কাপ খেলে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শ্রীলংকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে হযরত শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছান টাইগাররা।
অনেক আশা নিয়ে এবারের এশিয়া কাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ। গ্রুপ পর্যায় ও সুপার ফোরে একটি করে মোট দুটি ম্যাচ ছাড়া আর জয়ের দেখা পায়নি লাল-সবুজের প্রতিনিধিরা। আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্যায়ে ও শক্তিশালী ভারতের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে জয়ের মধ্যে দিয়ে পরাশক্তি টিম ইন্ডিয়াকে ১১ বছর পর আবার হারালো বাংলাদেশ দল।
এশিয়া কাপ শেষ হলেও বিশ্রামের সুযোগ নেই সাকিবদের। দ্বিপাক্ষিক সিরিজের জন্য প্রস্তুতি নিতে হবে টাইগারদের। সেখানে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামীকাল দেশে আসবে কিউইরা।
ঘরের মাঠে নিউজিল্যান্ডের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। এর আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দিবারাত্রীর ম্যাচ তিনটি হবে ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর।