এশিয়া কাপ ফাইনাল: ভারত-শ্রীলংকা
যে একাদশ নিয়ে ফাইনালে নামতে পারে ভারত
এশিয়া কাপের ফাইনালে ভারতের মুখোমুখি হতে যাচ্ছে ভারত। রোববার (১৭ সেপ্টেম্বর) কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।
ভারতীয় গণমাধ্যমের খবর, লংকানদের বিপক্ষে মাঠে নামার আগে একাদশে পরিবর্তন আনতে পারেন ভারত। সুপার ফোরে বাংলাদেশের বিপক্ষে যে পাঁচ পরির্বতন এনেছিল টিম ইন্ডিয়া তারা ফাইনালের ম্যাচে থাকবেন না। সিনিয়র খেলোয়াড়রা একাদশে ফিরছেন।
তাদের মধ্যে রয়েছেন বিরাট কোহলি, জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়া ও কুলদীপ যাদব। লংকানদের বিপক্ষে ফাইনালে এই পাঁচ খেলোয়াড়ের প্লেয়িং ইলেভেনে ফেরাটা প্রায় নিশ্চিত।
ব্যাটিংয়ে রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে পারেন শুভমান গিল। এরপর বিরাট কোহলি। মূল উইকেটরক্ষক হিসেবে দলে থাকতে পারেন কেএল রাহুল। চারে ব্যাট করবেন তিনি। পাঁচ নম্বরের ইশান কিষান, অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ছয় নম্বরে এবং রবীন্দ্র জাদেজা সাত নম্বরে খেলবেন।
আটে খেলা নিশ্চিত স্পিনার কুলদীপ যাদবের। দলের ব্যাটিং আরও মজবুত করতে পেস অলরাউন্ডার শার্দুল ঠাকুরকে রাখা হতে পারে একাদশে। তারকা পেসার জাসপ্রীত বুমরাহ এবং মোহাম্মদ সিরাজের খেলা প্রায় নিশ্চিত।
ভারতের সম্ভাব্য একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল (উইকেটরক্ষক), ইশান কিষান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, জাসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।