রাঙামাটি । বুধবার, ০৪ অক্টোবর ২০২৩ , ১৮ আশ্বিন ১৪৩০

খেলা ডেস্কঃ-

প্রকাশিত: ১২:৩৩, ১৭ সেপ্টেম্বর ২০২৩

এশিয়া কাপের ফাইনালে যেমন হতে পারে আবহাওয়া

এশিয়া কাপের ফাইনালে যেমন হতে পারে আবহাওয়া
ছবি: সংগৃহীত

চলতি এশিয়া কাপে ম্যাচগুলোতে নিয়মিতভাবেই রাজত্ব করছে বৃষ্টি। প্রতিদিনই থাকছে বৃষ্টির শঙ্কা। ফলে ফাইনাল ম্যাচেও বৃষ্টি নিয়ে নানা আলোচনা হচ্ছে। রোববার (১৭ সেপ্টেম্বর) ফাইনালে ভারতের মুখোমুখি হবে ভারত। এই ম্যাচেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বিভিন্ন আবহাওয়া ওয়েবসাইটের খবরে বলা হয়েছে, এদিন ৮০ থেকে ৯০ শতাংশ বৃষ্টি হতে পারে। বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে ম্যাচ শুরু হবে। সেসময় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেল ৫টা এবং সন্ধ্যা ৭টাও বৃষ্টি হবে। তবে রাতে বৃষ্টির প্রকোপ কমতে পারে।

লংকান আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দুপুর ১টা থেকে কলম্বোয় বৃষ্টি শুরু হবে। সন্ধ্যা ৭টা পর্যন্ত তা তা চলবে। ফলে মাঠে খেলা গড়ানোর সম্ভাবনা খুব কম। তবে গড়ালেও দুই দলকেই অন্তত ২০ ওভার করে খেলতে হবে। অন্যথায় ফলাফল নির্ধারণ হবে না।

এক্ষেত্রে ফাইনালি লড়াই যাবে সোমবার (১৮ সেপ্টেম্বর) রিজার্ভ ডে’তে। ওই দিনও বৃষ্টিতে খেলা শেষ না হলে উভয় দলকে যুগ্মভাবে বিজয়ী ঘোষণা করা হবে। যেমনটি ঘটেছিল ২০০২ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। শ্রীলংকা অনুষ্ঠিত আসরে শিরোপা নির্ধারণী দিন এবং রিজার্ভ ডে’না রাখায় ফাইনালে উঠা ভারত ও শ্রীলংকাকে ট্রফি ভাগ করে দেয়া হয়েছিল।