এশিয়ান গেমস
১০ মিটার এয়ার রাইফেলে সপ্তম বাংলাদেশ
চলমান এশিয়ান গেমসে শুটিং ইভেন্টে পুরুষদের দশ মিটার এয়ার রাইফেলে দলগত ইভেন্টে ১৮৭৫.৬০ স্কোর করে ১৪ দলের মধ্যে সপ্তম হয়েছে বাংলাদেশ।
সোমবার (২৫ সেপ্টেম্বর) ফুয়াং ইয়িনহু স্পোর্টস সেন্টারে ব্যক্তিগত ইভেন্টের চূড়ান্ত পর্বে উঠতে পারেননি বাংলাদেশের তিন শুটার তামজিদ বিন আলম, রবিউল ইসলাম ও অর্নব শারার। অর্নব ৫৪ জনের মধ্যে হয়েছেন ১৮তম। তবে ক্যারিয়ার সেরা ৬২৬.২০ স্কোর করেছেন তিনি।
এদিন হাংজু জিমন্যাসিয়ামে অনুষ্ঠিত পুরুষদের বক্সিংয়ের ৫১ কেজি শ্রেণীতে প্রথম রাউন্ডে বাই পেয়েছেন বাংলাদেশের আবু তালহা। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দ্বিতীয় রাউন্ডে খেলবেন তিনি।
এছাড়া তায়কোয়ানডোর ৫৮ কেজি ওজন শ্রেণীতে বাংলাদেশের মোহাম্মদ ইলিয়াস ২-০ ব্যবধানে হেরে গেছেন ইরানের হাজি মাহদির কাছে।
হাংজু অলিম্পিক স্পোর্টস একুয়েটিক সেন্টারে অনুষ্ঠিত সাঁতারের ৫০ মিটার ব্যাক স্ট্রোকে ৩২ জনের মধ্যে ২২তম হয়েছেন বাংলাদেশের সামিউল ইসলাম রাফি। তিনি সময় নিয়েছেন ২৭.২০ সেকেন্ড। তিন নম্বর হিটে আটজনের মধ্যে অষ্টম হন সামিউল।