রাঙামাটি । বুধবার, ০৯ অক্টোবর ২০২৪ , ২৩ আশ্বিন ১৪৩১

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:০১, ২৫ আগস্ট ২০২৪

বানভাসিদের পাশে সব বাহিনী

হাতে হাত মিলিয়ে উদ্ধার তৎপরতা ও ত্রাণ বিতরণ

হাতে হাত মিলিয়ে উদ্ধার তৎপরতা ও ত্রাণ বিতরণ

গত কয়েক দিনের ভয়াবহ বন্যায় চরম বিপর্যয়ে পড়েছে দেশের বিভিন্ন জেলার ৫০ লাখের বেশি মানুষ। চরম এই বিপর্যয়ের সময় বন্যাদুর্গত জেলাগুলোতে বিপদগ্রস্ত মানুষকে উদ্ধার করাসহ হাতে হাত মিলিয়ে চিকিৎসাসেবা ও ত্রাণ সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছেন সেনা, নৌ, বিমান বাহিনীসহ বিজিবি, পুলিশ, র‌্যাব, কোস্ট গার্ডের সদস্যরা। এসব বাহিনীর সদস্যরা নিজেদের উদ্যোগে উদ্ধার ও ত্রাণ বিতরণ করার পাশাপাশি অন্যরাও যাতে তাঁদের সহায়তায় ত্রাণ বিতরণ করতে পারে, সে ব্যবস্থাও করে দিচ্ছেন।

বন্যার্তদের উদ্ধারে ৬ জেলায় সেনাবাহিনীর কার্যক্রম

গতকাল শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় বর্তমানে মৌলভীবাজার, হবিগঞ্জ, কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়িতে বন্যার্তদের উদ্ধার কার্যক্রমে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট ও কন্টিনজেন্ট অবিরাম কাজ করে চলেছে।

সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট ও কন্টিনজেন্ট গত ২৪ ঘণ্টায় বন্যাকবলিত জেলাগুলোতে প্রায় ৫৫টি বোট ও হেলিকপ্টারের মাধ্যমে অন্তত ৯ হাজার ৫০০ বন্যাদুর্গত ব্যক্তিকে উদ্ধার করে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে পৌঁছে দিয়েছে। পাশাপাশি প্রায় পাঁচ হাজার বন্যার্তের মধ্যে ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে। এ ছাড়া বন্যাকবলিত জেলাগুলোতে চিকিৎসা সহায়তার জন্য সেনাবাহিনীর উল্লেখযোগ্যসংখ্যক মেডিক্যাল টিম মোতায়েন আছে। বন্যাদুর্গত এলাকায় চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি গত বৃহস্পতিবার ফেনীর ফুলগাজী থানা থেকে অন্তঃসত্ত্বা মোছাম্মৎ সুমি বেগমকে মুমূর্ষু অবস্থায় সেনাবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করে কুমিল্লা সিএমএইচে নিয়ে গেলে তিনি পুত্রসন্তান প্রসব করেন।

এ ছাড়া সেনাবাহিনীর সব পদবির সদস্যদের এক দিনের বেতন বন্যার্তদের সহযোগিতায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেওয়ার পাশাপাশি নিজস্ব ব্যবস্থাপনায় জরুরি ত্রাণ সংগ্রহের কাজও পরিচালনা করছে।

সাজেকে আটকে পড়া ২৬০ জনকে উদ্ধার করেছে সেনাবাহিনী

খাগড়াছড়িতে অতিবৃষ্টির কারণে ও ঢলের পানিতে বাঘাইহাট-সাজেক সড়কের তিনটি স্থান ডুবে যায়। এতে যোগাযোগব্যবস্থা বন্ধ হয়ে সাজেকে ঘুরতে গিয়ে আটকে পড়া ২৬০ জন পর্যটককে উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে আইএসপিআর।

এতে বলা হয়, গত শুক্রবার খাগড়াছড়ির বন্যার পানি রাস্তা থেকে নেমে যাওযায় সেনাবাহিনীর বাঘাইহাট জোনের তত্ত্বাবধানে এবং বেসামরিক ব্যক্তিদের প্রচেষ্টায় সড়ক যান চলাচলের উপযোগী করা হয়।

পরে সেখানে আটকে পড়া ২৬০ জন পর্যটককে ৭৩টি যানবাহনে করে নিরাপদে সরিয়ে আনে সেনাবাহিনী।

নৌবাহিনীর উদ্ধার তৎপরতা ও ত্রাণ বিতরণ কার্যক্রম

দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক বন্যা পরিস্থিতি মোকাবেলায় কাজ করছে বাংলাদেশ নৌবাহিনী। গত বুধবার থেকে বন্যাকবলিত ফেনী জেলায় শুরু করা উদ্ধার ও চিকিৎসাসেবা কার্যক্রম চলমান রেখেছেন নৌবাহিনীর সদস্যরা। নৌ কন্টিনজেন্টগুলোর মাধ্যমে এ পর্যন্ত কয়েক হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে।

প্রয়োজনীয় উদ্ধারসামগ্রী, বোট, লাইফ জ্যাকেট, ডুবুরিসহ দুই শতাধিক নৌসদস্য উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন। বন্যাকবলিত এলাকা থেকে পানিবন্দি মানুষকে উদ্ধার করে ফেনী পলিটেকনিক্যাল ইনস্টিটিউটসহ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে নিয়ে আসছেন নৌসদস্যরা। এ ছাড়া খুলনার বন্যাকবলিত পাইকগাছা এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর পৃথক কন্টিনজেন্ট নিয়োজিত রয়েছে।

এদিকে বন্যার্তদের আর্থিক সহায়তা ও ত্রাণসামগ্রী প্রদানের জন্য আইএসপিআর নিম্নলিখিত নম্বর ও স্থানে যোগাযোগ করতে অনুরোধ করেছে। প্রধান উপদেষ্টার ত্রাণভাণ্ডার, তেজগাঁও, ঢাকা। ত্রাণসামগ্রী প্রদানের জন্য ফোকাল পয়েন্ট কর্মকর্তারা : ১. মেজর মো. সাইফুল ইসলাম (মোবাইল : ০১৭৬৯-০১৪৩১০)। ২. ক্যাপ্টেন মাহমুদুল হাছান মুরাদ (মোবাইল : ০১৭৬৯-০১৪৩১২)।

ব্যাংক হিসাব : আর্থিক সহায়তা প্রদানের জন্য ট্রাস্ট ব্যাংক লিমিটেড, প্রিন্সিপাল শাখা, ঢাকা সেনানিবাস। হিসাব নম্বর : ০০০২-০৩১০১৯৭০৬৯। হিসাবের নাম : অপারেশনস ও পরিকল্পনা পরিদপ্তর বিবিধ, এএফডি। ফোকাল পয়েন্ট কর্মকর্তা : মেজর ওয়াসিম আকরাম, পিএসসি (মোবাইল : ০১৭৬৯০১৪৩৪০)। বিকাশ : ০১৭২৯-৯৬৩০৫৯ (মার্চেন্ট)। নগদ : ০১৭২৯-৯৬৩০৫৯ (মার্চেন্ট)।

উদ্ধার ও ত্রাণ তৎপরতা অব্যাহত রেখেছে পুলিশ

বন্যাদুর্গত এলাকার মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ, চিকিৎসাসেবা, উদ্ধার তৎপরতা, হেল্প ডেস্ক চালুকরণসহ বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে পুলিশ ।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলামের নির্দেশে উচ্চ পর্যায়ের পুলিশ প্রতিনিধিদল গতকাল বন্যাকবলিত কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন স্থানে বানভাসি মানুষের মধ্যে শুকনা ও রান্না করা খাবার, শিশুখাদ্য, নিত্যব্যবহার্য সামগ্রী, ওষুধ ও খাবার স্যালাইন বিতরণ করেছে। নৌ পুলিশ ও জেলা পুলিশ বন্যাদুর্গত এলাকায় ত্রাণসামগ্রী বিতরণের পাশাপাশি উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে বলে জানায় পুলিশ সদর দপ্তর।

ফেনী কারাগারে খাদ্য সহায়তা দিচ্ছে বিজিবি

ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে ফেনী জেলা কারাগারের সব কিছু। বিপর্যস্ত কারাগারে দেখা দিয়েছে খাদ্যসংকটসহ মানবিক বিপর্যয়। এ অবস্থায় গত শুক্রবার থেকে নেই কোনো খাবারের ব্যবস্থা। এমন মানবিক বিপর্যয়ে এগিয়ে এসেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কারাগারের স্টাফসহ ৪০০ কারাবন্দিকে খাদ্য সহায়তা দিচ্ছে বিজিবি। গতকাল বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এই তথ্য জানান।

বিজিবি জানায়, বন্যার পানিতে ফেনী জেলা কারাগারের রান্নাঘরসহ সব কিছু তলিয়ে গেছে। গত শুক্রবার দুপুর থেকে কোনো খাবারের ব্যবস্থা করা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে বিজিবির উদ্যোগে সেদিন রাত থেকে কারাগারের স্টাফসহ ৪০০ জন কারাবন্দিকে রান্না করা খাবারসহ বিভিন্ন ধরনের শুকনা খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে। যত দিন পর্যন্ত এই বিপর্যয় না কাটছে তত দিন পর্যন্ত ফেনী কারাগারে বিজিবির এই খাদ্য সহায়তা কার্যক্রম চলমান থাকবে।

অন্যদিকে গতকাল বিজিবির মারিশ্যা ব্যাটালিয়নের (২৭ বিজিবি) দায়িত্বাধীন রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার আয়নামতি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বাইতুশ শরফ হাফেজিয়া মাদরাসা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া বন্যাদুর্গত ৩৫০ জন মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। এ ছাড়া এই ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসার মেজর গাজী মো. হাসানের তত্ত্বাবধানে বাইতুশ শরফ হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় ১৬ জন পুরুষ, ৫৯ জন মহিলা, ৬৭ শিশুসহ মোট ১৪২ জন রোগীকে জরুরি চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি জানান, খাগড়াছড়ির রামগড়ের বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছেন সেনাবাহিনীর মাটিরাঙ্গা সেনা জোন ও রামগড় বিজিবি। গতকাল সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় রামগড় জোন (৪৩ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ এলাকায় ক্ষতিগ্রস্ত গরিব ও অসহায় ২২৫ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী (নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী-১২৫ পরিবার এবং শুকনা খাবার-১০০ পরিবার) বিতরণ করেছে। এ ছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ জন গরিব ও অসহায় বন্যাকবলিত মানুষের মধ্যে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়। রামগড় বিজিবি জোন অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ইমাম হোসেন জানান, দুর্গত এলাকায় বিজিবির মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

হেলিকপ্টারে সন্তানসম্ভাবনা নারীদের উদ্ধার করছে র‌্যাব

গতকাল র‌্যাবের হেলিকপ্টারে ফেনীর ফুলগাজী থানার গাবতলার সীমান্তবর্তী এলাকা থেকে পানিবন্দি তিনজন সন্তানসম্ভাবনা নারীকে উদ্ধার করে কুমিল্লা সিএমএইচ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ছাড়া বন্যার্তদের সহায়তায় র‌্যাব ফোর্সেসের উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

আর্তমানবতার সেবায় বাংলাদেশ কোস্ট গার্ড

গতকাল বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, ফেনীসহ দেশের বিভিন্ন জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবেলায় অবিরাম কাজ করে চলেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বন্যাকবলিত পানিবন্দিদের উদ্ধারের পাশাপাশি প্রয়োজনীয় খাদ্য ও চিকিৎসাসেবা দিচ্ছে কোস্ট গার্ড। পানিবন্দিদের উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দিচ্ছে তাদের উদ্ধারকারী দল।

কালের কণ্ঠ

জনপ্রিয়