রাঙামাটি । বুধবার, ০৯ অক্টোবর ২০২৪ , ২৩ আশ্বিন ১৪৩১

খেলা ডেস্কঃ-

প্রকাশিত: ১০:১৪, ৮ সেপ্টেম্বর ২০২৪

রাকিবকে ছাড়াই জয়ের লক্ষ্যে নামবে বাংলাদেশ

রাকিবকে ছাড়াই জয়ের লক্ষ্যে নামবে বাংলাদেশ
রাকিব হোসেন

ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভুটানের বিপক্ষে দ্বিতীয় শেষ খেলায় মুখোমুখি হবে বাংলাদেশ। গোড়ালির চোটে পড়ায় ফরোয়ার্ড রাকিব হোসেনকে ছাড়াই খেলতে নামবে সফরকারীরা। চাংলিমিথাং স্টেডিয়ামে রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচ। এর আগে প্রথম খেলায় স্বাগতিকদের বিপক্ষে হাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা একমাত্র গোলের জয় পায়।

ম্যাচের আগেরদিন শনিবার বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাংলাদেশ দলের ফুটবলাররা হালকা অনুশীলন করেন। এরপর সকলে টিম মিটিংয়ে অংশ নেন।

আগের খেলায় রাকিব হোসেনের অ্যাসিস্টে বল নিয়ে জালের দেখা পান মোরসালিন। নির্ধারিত সময়সীমা পেরিয়ে অতিরিক্ত সময়ে তখন গড়িয়েছিল প্রথমার্ধের খেলা।  চোট পাওয়া রাকিব হোসেন মাটিতে শুয়ে ব্যথায় কাতরাতে থাকেন। পরে তিনি আর খেলা চালিয়ে যেতে পারেননি।

অনুশীলনের পর বাফুফের ডিজিটাল প্ল্যাটফর্মে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ দলের সহকারী কোচ হাসান আল মামুন বলেন, ‘আপনারা দেখেছেন গত ম্যাচে রাকিবের পায়ের উপর প্রতিপক্ষের এক খেলোয়াড় এসে পাড়া দেয়। সে গোড়ালিতে ব্যথা পেয়েছে। গতকাল টিম ম্যানেজমেন্টের সবাই তাকে হাসপাতালে নেয়। তার এক্সরে ও এমআরআই করানো হয়েছে। আমরা জানতে পেরেছি, এই (দ্বিতীয়) ম্যাচের জন্য তাকে পাওয়া যাচ্ছে না।’

তবে রাকিবের ইনজুরি এতটা গুরুতর নয় বলেও হাসান আল মামুন জানান।  লম্বা সময়ের জন্য বসিয়ে রাখার মতো অবস্থা নয় বলে মন্তব্য করে তার আশাবাদ, দ্রুতই তিনি দলের সঙ্গে ফিরবেন।

প্রতিপক্ষ ভুটান প্রসঙ্গে তার ভাষ্য, ‘আগে আমরা তাদের এমনটা খেলতে দেখিনি। হয়তো ওরা ৪-২-৩-১ এই কৌশলে খেলেছে। অনেক সময় রক্ষণে পাঁচজন নিয়েও খেলেছে। একেবারে রক্ষণাত্মক খেলা।’

টিম মিটিং নিয়ে বাংলাদেশ দলের সহকারী কোচের ভাষ্য, ‘কীভাবে প্রেসিংয়ে যাব, কীভাবে ব্লক করব, আক্রমণে যাব এসব নিয়ে আলোচনা হয়েছে। তাদের দুর্বলতার জায়গাগুলোকে কাজে লাগাব। টার্ফের সঙ্গে মানিয়ে নিয়েছি। যেসব ছোট সমস্যাগুলো প্রথম ম্যাচে ছিল, তা কাটিয়ে ইনশাআল্লাহ্‌ বিজয়ী হয়ে ফিরব।’

বাফুফের ডিজিটাল প্ল্যাটফর্মে দেওয়া সাক্ষাৎকারে অধিনায়ক জামাল ভূঁইয়া বলেছেন, ‘আমি চাচ্ছি, সবাই দলের জন্য দোয়া করবেন। দলের সঙ্গে থাকুন। ভুটান প্রথম ম্যাচে অনেক ভালো খেলেছে। তারপর ওরা ৩-৪ জন খেলোয়াড়কে (চোটের কারণে) মিস করেছে। মাঠে ওরা ভালো পারফর্ম করেছে। চাপ প্রয়োগ করেছে। আমাদের শতকরা ৫০ ভাগ কাজ শেষ হয়েছে। আরো ৫০ ভাগ বাকি আছে। কাল দলের জন্য ফাইনাল খেলা। আমরা প্রথম ম্যাচ জিতেছি, আরো ৩ পয়েন্ট নিতে চাই। লক্ষ্য হচ্ছে ৩ পয়েন্ট।’

জনপ্রিয়