রাঙামাটি । শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১১ শ্রাবণ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৫:৪২, ২৮ মে ২০২৪

যেদিন পুরোপুরি স্বাভাবিক হবে মোবাইল নেটওয়ার্ক

যেদিন পুরোপুরি স্বাভাবিক হবে মোবাইল নেটওয়ার্ক

প্রবল ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে অচল হওয়া সারাদেশের মোবাইল নেটওয়ার্ক পুরোপুরি স্বাভাবিক হতে আগামীকাল বুধবার পর্যন্ত সময় লাগবে বলে জানিয়েছে অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব)।

মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন সংগঠনটির মহাসচিব মোহাম্মদ জুলফিকার।

অ্যামটব মহাসচিব বলেন, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে  দেশে ৩০ হাজারেরও বেশি মোবাইল টাওয়ার অচল রয়েছে। মোবাইল নেটওয়ার্ক পুরোপুরি স্বাভাবিক হতে বুধবার পর্যন্ত সময় লাগবে।

এদিকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানায়, প্রবল ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সারাদেশে এ মুহূর্তে ৩২ হাজার ৯০৬টি মোবাইল টাওয়ার অচল রয়েছে।

জনপ্রিয়