রাঙামাটি । শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১১ শ্রাবণ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১০:৪৭, ৩ জুন ২০২৪

মধ্যরাতের বৃষ্টিতে তলিয়ে গেছে সিলেট নগরীর রাস্তাঘাট

মধ্যরাতের বৃষ্টিতে তলিয়ে গেছে সিলেট নগরীর রাস্তাঘাট
সংগৃহীত ছবি

সিলেটে হঠাৎ মধ্যরাতে প্রবল বৃষ্টিতে রাস্তাঘাট তলিয়ে গেছে। বাসাবাড়িতে ঢুকে পড়েছে পানি। নগরের মধ্য দিয়ে বয়ে চলা সুরমা নদীর পানি বেড়ে আরো জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। রোববার (২ জুন) রাত ১২টা থেকে এ বৃষ্টিপাত শুরু হয়।

খোঁজ নিয়ে জানা যায়, সিলেট নগরীর তালতলা, মাছুদিঘীরপার, জামতলা, তোপখানা, কাজির বাজার, যতপুর, তেররতন, কালিঘাট, চালিবন্দর, উপশহর, মাছিমপুর, সোবহানীঘাট, আম্বরখানা, পায়রা ও শেখঘাটসহ নগরীর বিভিন্ন এলাকায় বন্যার পানি ঢুকে পড়েছে।

নগরীর আম্বরখানা এলাকার বাসিন্দা রাজিব চক্রবর্তী বলেন, ২০২২ সালের পরে ঘরে আবারো পানি ঢুকল। পরিবার নিয়ে ভোগান্তিতে পড়েছি। বন্যার আগে যদি নদী, ছড়া, খাল, বিল খনন করা হতো তাহলে নগরীতে পানি ঢুকত না।

পায়রা এলাকার বাসিন্দা ফরহাদ আহমদ বলেন, অতি বৃষ্টির কারণে আমাদের ঘরে পানি ঢুকে গেছে। পরিবারের সদস্যদের নিয়ে আতঙ্কে রাত কাটাচ্ছি। সঠিকভাবে যদি সিটি করপোরেশন নদী খনন করত তাহলে বারবার বন্যা হতো না।

এদিকে সিলেটের বন্যা পরিস্থিতির দিনে কিছুটা উন্নতি হয়েছিল। বেশ কিছু স্থানে কমে এসেছিল পানি। কিন্তু রাতে বৃষ্টিতে ফের নগরীতে পানি বেড়েছে।

জনপ্রিয়