খাগড়াছড়িতে পাহাড়ধসে সড়ক যোগাযোগ বন্ধ

টানা বর্ষণের কারণে খাগড়াছড়ির গুইমারার সিন্দুকছড়ি নামক এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে সিন্দুকছড়ি হয়ে গুইমারা মহালছড়ির সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
রোববার সকাল ৭টার দিকে পাহাড় ধসের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
জানা গেছে, ভারি বৃষ্টিতে ভোর রাতে হঠাৎ পাহাড় ধসে পড়ে সিন্দুকছড়ি পঙ্খিমুড়া পুরাতন সেনাবাহিনীর ক্যাম্পের পশে। ফলে মহালছড়ি থেকে সিন্দুকছড়ি হয়ে জালিয়াপাড়ার যান চলাচল বন্ধ রয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান রেদাক মারমা বলেন, পাহাড় ধসের পর থেকে সড়কটিতে যোগাযোগ বন্ধ রয়েছে। সংশ্লিষ্ট বিভাগগুলোকে আমি জানিয়েছি। দ্রুত মাটি সরিয়ে সড়ক যোগাযোগ স্বাভাবিক করা হবে।