রাঙামাটি । শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১১ শ্রাবণ ১৪৩১

নিজস্ব প্রতিবেদকঃ-

প্রকাশিত: ১০:২৭, ১৮ সেপ্টেম্বর ২০২৩

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু

‘সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার’ এ প্রতিপাদ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা উদ্বোধন করা হয়েছে।

গত রোববার সকালে এ উপলক্ষে একটি র‍্যালী বের হয়। র‍্যালী শেষে মাটিরাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুভাষ চাকমা, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আনিছুজ্জামান ডালিম, মাটিরাঙ্গা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম প্রমুখ।

এদিকে, উপজেলা অডিটোরিয়ামে স্থানীয় সরকার দিবস উপলক্ষে প্রধান অতিথি হিসেবে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।

উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন এ মেলার আয়োজন করে। উদ্বোধনের পরপরই অংশগ্রহণকারী স্টলগুলো পরিদর্শন করেন অতিথিরা।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়