রাঙামাটি । শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১১ শ্রাবণ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১০:১৭, ২৫ মে ২০২৪

রেমিট্যান্সে শীর্ষে মধ্যপ্রাচ্য

ওমান থেকে এলো সাড়ে ৭ হাজার কোটি টাকার রেমিট্যান্স

ওমান থেকে এলো সাড়ে ৭ হাজার কোটি টাকার রেমিট্যান্স
ফাইল ছবি

নয় মাসে ওমান থেকে ৭ হাজার ৬শ ৪৯ কোটি টাকা প্রবাসী আয় এসেছে। এছাড়া রেমিট্যান্সে শীর্ষ দশটি দেশের মধ্যে মধ্যপ্রাচ্যেরই ৬টি।

এরমধ্যে সবচেয়ে বেশি এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে, পরিমাণে যা ৩৫ হাজার ৮শ ৯০ কোটি টাকা।

গত বছরের জুলাই থেকে এ বছরের মার্চ পর্যন্ত সৌদি আরব থেকে এসেছে ২১ হাজার ৫শ ৭৭ কোটি টাকা, কুয়েত থেকে ১২ হাজার ৮৪ কোটি টাকা, কাতার থেকে ৯ হাজার ১শ ৯৭ কোটি টাকা ও বাহরাইন থেকে ৪ হাজার ৮শ ৫১ কোটি টাকা।

এদিকে, গত বছরের জুলাই থেকে এ বছরের মার্চ পর্যন্ত নয় মাসে দেশে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ঢাকায়। ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকায় ৫২৪ কোটি ডলার প্রবাসী আয় এসেছে।

চট্টগ্রামে এসেছে ১৪৩ কোটি ডলার, সিলেটে ৮৭ কোটি ডলার, কুমিল্লায় ৮১ কোটি, এবং ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩৮ কোটি ডলার এসেছে।

প্রবাসী আয় পাঠানোতে দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। গত বছরের জুলাই থেকে এ বছরের মার্চ পর্যন্ত নয় মাসে দেশে মোট ২৩ হাজার ৫৩১ কোটি টাকার প্রবাসী আয় এসেছে যুক্তরাজ্য থেকে।

এছাড়া নয় মাসে যুক্তরাষ্ট্র থেকে মোট প্রবাসী আয় এসেছে ২১ হাজার ৩শ ২৫ কোটি টাকা। অন্যান্য দেশের মধ্যে মালয়েশিয়া থেকে প্রবাসী আয় এসেছে ১১ হাজার ৯শ ৭৪ কোটি টাকা।

জনপ্রিয়