রাঙামাটি । শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১১ শ্রাবণ ১৪৩১

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৩:৪১, ৭ জুলাই ২০২৪

আপডেট: ১৪:১৫, ৭ জুলাই ২০২৪

বাঘাইছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা স্বেচ্ছাশ্রমে সংস্কার করছে গ্রামবাসী

বাঘাইছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা স্বেচ্ছাশ্রমে সংস্কার করছে গ্রামবাসী
বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা স্বেচ্ছাশ্রমে সংস্কার করছে গ্রামবাসী

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বন্যায় বহু সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এসব সড়কের তালিকা করা হলেও এখনো সংস্কার কাজ শুরু হয়নি। তাই চলাচলের স্বার্থে নিজেদের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কারের কাজ করছে গ্রামবাসী। ভাঙ্গা সড়ক মেরামত করতে ইট বালি দিয়ে সহোযোগিতা করছে তিন ইটভাটা মালিক। এছাড়া বন্যার কারণে সড়কে জমে থাকা কচুরিপানা পরিষ্কার করেছে যুব রেডক্রিসেন্ট সদস্যরা।

বাঘাইছড়ি ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আমানত উল্লাহ বলেন, চৌমুহনী সদর থেকে মাষ্টার পাড়া যাওয়ার একমাত্র সড়কটি নদীর পাড়ে হওয়ায় বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে। পলি পরে চলাচলের অনুপযোগী হয়ে গেছে। তাই চলাচলের সুবিধার জন্য নিজ উদ্যোগে সড়ক সংস্কার করা হচ্ছে। এতে গ্রামবাসীর পাশাপাশি কাজে যোগ দিয়েছে বিভিন্ন যানবাহনের চালকরাও।

বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেন বলেন, বন্যায় বাঘাইছড়ি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। এসব সড়কের তালিকা করা হয়েছে। শীঘ্রই মেরামতের কাজ শুরু হবে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়