বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে রাঙামাটিতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রাঙামাটিতে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উদ্যোগে র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল সাড়ে ৪টায় আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা রাঙামাটি জেলার সভাপতি মনসুর আহম্মেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: শাহ এমরান রোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজী মো: মুছা মাতব্বর, জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেযারম্যান মো: শহীদুজ্জামান মহসিন রোমান প্রমুখ।
আলোচনা সভা শেষে শতাধিক শিশু কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এর আগে বিকাল সাড়ে ৩টায় রাঙামাটি প্রেস ক্লাব থেকে আওয়ামী লীগ দলীয় কার্যালয় পর্যন্ত বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।