রাঙামাটি । বুধবার, ০৪ অক্টোবর ২০২৩ , ১৮ আশ্বিন ১৪৩০

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৯:১৩, ৭ আগস্ট ২০২৩

বরকলে নৌকা ডুবিতে এক কিশোর নিখোঁজ

বরকলে নৌকা ডুবিতে এক কিশোর নিখোঁজ
প্রতীকি ছবি 

রাঙামাটির কাপ্তাই হ্রদে নৌকা ডুবে সুমন চাকমা ১৯) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে।

সোমবার (৭ আগস্ট) সকালে বরকল উপজেলার সুবলং ইউনিয়নের মাইসছড়ি এলাকায় নৌকা ডুবির ঘটনা ঘটে। সুমেন চাকমার খোঁজে দুপুর ১টা থেকে ডুবুরি দল কাজ শুরু করে। তবে ডুবুরিদল স্রোতের কারণে ঠিক ভাবে কাজ করতে পারছেন না বলে জানা গেছে।

জানা যায়, স্থানীয় দুই যুবক নৌকা পারাপার করার সময় হ্রদের প্রবল ঢেউয়ে নৌকা উল্টে গেলে ঘটনাস্থলে সুমেন চাকমা হ্রদের পানিতে তলিয়ে যায়। তবে অপরজন সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হয়।

বরকল উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন জানান, নৌকা ডুবির বিষয়টা জানার পরপরই নিখোঁজ ব্যক্তিকে খোঁজার কাজ শুরু হয়েছে।  কিন্তু স্রোতের কারণে উদ্ধার অভিযানে বেগ পেতে হচ্ছে।