রাঙামাটি । বুধবার, ০৯ অক্টোবর ২০২৪ , ২৩ আশ্বিন ১৪৩১

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৫:৩৪, ২৪ আগস্ট ২০২৩

জাতীয় শোক দিবস উপলক্ষে রাজস্থলীতে আলোচনা সভা

জাতীয় শোক দিবস উপলক্ষে রাজস্থলীতে আলোচনা সভা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে রাজস্থলীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ গণমিলনায়তনে রাজস্থলী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

রাজস্থলী উপজেলা আওয়ামী লীগ সভাপতি উবাচ মারমার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পুচিমং মারমার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অংচাপ্রু মারমা, রফিকুল মাওলা, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য উথিনছিন মারমা, উথইনু মারমা, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মিন্টু মারমা, দপ্তর সম্পাদক মো: রফিক তালুকদার, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ঝিনুক ত্রিপুরা, সদস্য মনুছিং মারমা ময়না,রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য নিউচিং মারমা, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মনসুর আহম্মেদ মান্না, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি পুলক বড়ুয়া, ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আদোমং মারমা, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক অংছেনু মারমা, ওলামালীগ সভাপতি নুরুল হক, মহিলা আওয়ামী লীগ সভাপতি লংবতি ত্রিপুরা, যুবলীগের সভাপতি মিথুল চন্দ্র দে,উপজেলা ছাত্রলীগ সভাপতি অংসুচি মারমা বিজয় প্রমুখ।

আলোচনা সভার আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়