রাঙামাটি । শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১১ শ্রাবণ ১৪৩১

রাঙামাটি (বাঘাইছড়ি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৩:২৮, ২৮ আগস্ট ২০২৩

আপডেট: ১৪:৫০, ২৮ আগস্ট ২০২৩

বাঘাইছড়িতে বন বিভাগের উদ্যোগে ৩০ হাজার গাছের চারা বিতরণ

বাঘাইছড়িতে বন বিভাগের উদ্যোগে ৩০ হাজার গাছের চারা বিতরণ

‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থানীয়দের মাঝে ৩০ হাজার বিভিন্ন প্রজাতির ফলদ-বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেছে পার্বত্য চট্টগ্রাম উত্তর বনবিভাগের শিজক রেঞ্জ।

সোমবার (২৮ আগস্ট) সকাল ১০টায় শিজক রেঞ্জের বাঘাইছড়ি বন বিভাগের কার্যালয়ের সামনে এসব চারা বিতরণ করেছেন শিজক রেঞ্জ কর্মকর্তা আব্দুল জলিল।

এ সময় বিট কর্মকর্তা প্রিতীময় চকমা, বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাঘাইছড়ি কাঠ ও জ্যোত মালিক সমিতির সভাপতি গিয়াস উদ্দিন মামুন উপস্থিত ছিলেন।

বিতরণ করা গাছের চারার মধ্যে রয়েছে- কদম, ডুমুর, বেল, মেহগনি, আমলকী, শুপারী, নারিকেল, তেতুল, লোহাকাঠ, গর্জন, দেবদারু।

চারা বিতরণ শেষে রেঞ্জ কর্মকর্তা বলেন, জাতীয় বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে এসব চারা বিতরণ করা হয়েছে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়