রাঙামাটি । শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১১ শ্রাবণ ১৪৩১

রাঙামাটি (বাঘাইছড়ি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৩:৪৪, ৪ সেপ্টেম্বর ২০২৩

বাঘাইছড়িতে ৮ লাখ টাকার চিকিৎসা সহায়তা ও সেলাই মেশিন বিতরণ

বাঘাইছড়িতে ৮ লাখ টাকার চিকিৎসা সহায়তা ও সেলাই মেশিন বিতরণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন এলাকার কিডনি, লিভার, হার্টসহ দুরারোগ্য রোগে আক্রান্ত ১৬ জন রোগীকে মাথাপিছু ৫০ হাজার টাকা করে ৮ লাখ টাকা চিকিৎসা সহায়তা ও অসহায়, দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন প্রদান করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার নিজ কার্যালয়ে এসব অর্থ সহায়তা ও সেলাই মেশিন প্রদান করেন।

এ সময় বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার বলেন, কিডনি, লিভার, হার্টসহ ৬টি জটিল রোগে আক্রান্ত অসহায় মানুষের জন্য বর্তমান সরকার সমাজ সেবা কার্যালয়ের মাধ্যমে নিয়মিত নগদ অর্থ সহায়তা দিয়ে থাকে। তারই ধারাবাহিকতায় এসব সহায়তা প্রদান করা হয়েছে।

এ সময় বাঘাইছড়ি উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহফুজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল কাইয়ুম, সমাজ সেবা কর্মকর্তা জয়াচ চাকমা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়