রাঙামাটিতে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ রাঙামাটি জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ইনস্টিটিউট পাঙ্গণে জাতীয় ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন আনুষ্ঠানিকতা শুরু হয়।
সম্মেলনের উদ্বোধন করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদে অন্যতম সভাপতি উষাতন তালুকদার।
সম্মেলনে রাঙামাটি জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি দীপন ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রানা দাশ গুপ্ত।
অতিথি ছিলেন, সাংগঠনিক সম্পাদক উত্তম কুমার চক্রবর্তী, শ্যামল পালিত, বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য চট্টগ্রাম ক অঞ্চলের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা প্রমুখ।
পরে সংগঠনটির ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়।