রাঙামাটি । বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩ , ১১ আশ্বিন ১৪৩০

লংগদু (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ২২:৩৯, ১২ সেপ্টেম্বর ২০২৩

লংগদুতে অবৈধ ভাবে হ্রদ থেকে বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

লংগদুতে অবৈধ ভাবে হ্রদ থেকে বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

রাঙামাটির লংগদু উপজেলায় কাপ্তাই হ্রদ থেকে অবৈধ পন্থায় বালু উত্তোলন করায় বিজিবির সহযোগিতায় উপজেলা প্রশাসনের অভিযানে  বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সূত্র জানায়, মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মাইনী ইউনিয়নের গাঁথাছড়া এবং বড়কলোনি এলাকার মাঝে কাপ্তাই লেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করে ভ্রাম্যমান আদালত। এ সময় কাপ্তাই লেক থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে বালু ব্যবসায়ী মোঃ আলমগীর কে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) আকিব ওসমান।

এ সময় উপস্থিত ছিলেন, রাজনগর ব্যাটালিয়নের সহকারী পরিচালক হাফিজুর রহমান সহ স্থানীয়রা।