পল্লী সমাজসেবা (RSS) কার্যক্রমের আওতায় লংগদুতে ঋণ প্রদান

রাঙামাটির লংগদু উপজেলায় পল্লী সমাজসেবা (RSS) ঋণ প্রদান কর্মসূচির আওতায় উপজেলার মাইনীমূখ ইউনিয়নের সোনাই বগাপাড়া গ্রামে নতুন গঠনকৃত একটি দলের মাঝে ৩ লক্ষ টাকা বিনিয়োগ (ঋণ) প্রদান করা হয়েছে।
গত বুধবার লংগদু উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ঋণ গ্রহীতাদের হাতে ঋণের অর্থ প্রদান করেন উপজেলা (আরএসএস) ঋণ বাস্তবায়ন কমিটির সভাপতি ও ইউএনও মোঃ সাইফুল ইসলাম।
এ সময় উপজেলা সমাজসেবা কার্যালয়ের অফিস সহকারী আবুল কালাম আজাদ ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।